পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9፡” थंथम डब्रउशृंङ्ग-मू য়ার সমবেত সৈন্য, এই সব আক্রমণ করিবার উদুযোগ করেন ; কিন্তু কৃতকাৰ্য হইতে পারেন নাই। ৬ই ফেব্রুয়ারী ইংরেজ সৈন্য স্থান পরিবর্তন করে । আরও দক্ষিণ ভাগে একটু দক্ষিণ-পূর্বে শিবির স্থাপিত হইল৭ এবার পরিখা পার হইবার জন্য ইংরেজ সৈন্য নৌকা প্রস্তুত করিয়া রাখিল । সিজরের সময় ব্ৰিটিনেরা যেরূপ গো-চৰ্ম্মাচ্ছাদিত নৌকা ব্যবহার করিত, এ নৌকাও সেইরূপ।। ৪০ ফিট দীর্ঘ এবং ১৬ ফিট প্রস্থ ভেলা নিৰ্ম্মিত হইল। এই সময় ভরতপুর-রাজ, আমীর খাঁ ও হোলকারের প্রতি বড় বিরক্ত হয়েন। তিনি দেখিলেন, দুই জনেই ইংরেজের সঙ্গে যুদ্ধে পরাজিত হইতেছেন ; অথচ তঁহাদের জন্য র্তাহার অজস্র অর্থব্যয় হয় ৷ এই সুত্রে বেশ মনোবাদ হইয়াছিল ; আমীর খাঁ রাজার অবস্থা বুঝিয়া ভরতপুর ত্যাগ করিয়া, স্বদেশ রোহিল। খণ্ডের দিকে চলিয়া যান ।