পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bryr দ্বিতীয় ভরতপুর-যুক্ত। ইংরেজ সৈন্যও পশ্চাৎপদ হয় নাই। উভয় পক্ষে যুদ্ধ বাধিল । ইংরেজের একটী কামান ফাটিয়া যায়। তাহাতে ৪৷৫ টী ইংরেজ সৈন্য প্ৰাণ বিসর্জন করে । ৬ই জানুয়ারী। এইদিন সখের সৈনিক মণ্ডলী পরিদর্শিত ও পরীক্ষিত হইয়াছিল। দুর্গের দক্ষিণ দিকের ভগ্নাংশ দিয়া দুর্গমধ্যে প্ৰবেশ করিাবার সুবিধা বুবিয়া দুৰ্গ-পরিখার উপরে সুড়ঙ্গ নিৰ্ম্মিত হয়। শক্রিরা পাছে দেখিতে পায় ভাবিয়া, ইংরেজ ইঞ্জিনিয়ারগণ সুড়ঙ্গের কাৰ্য্য 6अंश हश्रउ ना छहैहट, ४ट्राबई श्gएचन भक्षा বারুদে আগুণ ধরাইয়া দেন। ইহাতে কিন্তু সুদৃঢ় দুৰ্গ-প্রাচীরের একটী বালুক কণাও স্বলিত হইল। না । বামভাগের ভগ্নাংশ দিয়া প্ৰবেশ করিবার তাদৃশ সুবিধা ছিল না। উপযুপরি গোলাবর্ষণেও ভগ্নাংশের একটুও বিস্তারী-সাধন হয় নাই ; বিশেযতঃ যে স্থান ভয় হইয়াছিল, তাহা এত উচ্চ যে, তাহাতে উঠিয়া দুৰ্গমধ্যে প্রবেশ করা দুঃসাধ্য छद्देशांछिन । ৭ই জানুয়ারী । বিটিশ সৈন্যের একাগ্রতা,