পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ৬৯ ]

মূলতান বাহার । তাল হরি । শরে শরে তনু মোর অতি জর জর । ভ্রমর গুঞ্জর তাহাতে, ভেদ কি শেলেতে ৷ ১ ৷৷ ঋতুবর সাইল কোকিল পঞ্চম স্বরে মঙ্গল গাইল । মদন হইয়ে মত্ত, নাচিতে লাগিল, বিরহী কম্পিত অতি প্রমাদ গণিল । মন্দমলয়া মারুত বহিতে লাগিল । বিকল কুসুম বন, সুথি অলিকুল, সুখের সাগরে ভালে সংযোগী সকল II ১ { মুলতানী বাহার । তাল হরি । উপায় কি আছে আর এরূপ খেদেহে । জগত জীবন, এমন পবন, করয়ে দাহন, বসন্ত কালেতে । অতিশীত শশধর,দহে তাতে কলেবর, খেদিতনহি ইহাতে । কলঙ্কী যে জন,নিজেস্বfলfতন,ভাল কখন,পারম্বে করিতে ॥১ চন্দন শীতল জ্ঞান,করিয়ে করি লেপন,দ্বিগুণ দহে তাহাতে সহৰিষধর,বাস নিরস্তুর,দোষতো তাহার, ন পারি কহিতে । ২ মদনের গুণাগুণ,কহিবারে নাহি গুণ,বিদিত অাছে জগতে । হরের নয়ন,অনলে দাহন,হয়ে এবে জান, অনঙ্গ ৰূপেতে । ৩ দেখনা লো সই এমন সুদিন । ডাকিছে কোকিল,মত্তঅলিকুল,ৰিকলিত ফুল,মলয় পবন ।