yo সবুজ পত্ৰ vetett, 292. बद्ध, वांश्न cगएथ भांप्शन शूल। अडिा कब्रयांत्र डांब डिनि আমার উপরেই দিয়েচোন, কিন্তু আমি যে গরীব । বিমলার মুখ তখনো লাল, চোখ তখনো বাম্পে ঢাকা ; সে গদগদ কণ্ঠে বল্পে, তুমি গরীব কিসের ? যার যা-কিছু আছে সব যে তোমারি । কিসের জন্যে বাক্স ভরে আমার গয়না জমে রয়েচে ? আমার সমস্ত সোনামাণিক তোমার পুজোয় নাও না কেড়ে, আমার কিছুই দরকার নেই। এর আগে আর-একবার বিমল গয়না দিতে চেয়েছিল--"আমার কিছুতে বাঁধে না, ঐখানটায় বাধল। সঙ্কোচটা কিসের আমি ভেবে দেখেচি। চিরদিন পুরুষই মেয়েকে গয়না দিয়ে সাজিয়ে এসেচে, মেয়ের হাত থেকে গয়না নিতে গেলে কেমন যেন পৌরুষে ঘা পড়ে। DD S qgBD BDDBD DDD S D S SBD BBBB S LS মায়ের পূজা, সমস্তই সেই পূজায় ঢালব। এমন সমারোহ করে করতে হবে যে তেমন পূজা এদেশে কেউ কোনো দিন দেখেনি! চিরদিনের মত নূতন বাংলার ইতিহাসের মৰ্ম্মের মাঝখানে এই পূজা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই পূজাই আমার জীবনের শ্ৰেষ্ঠদানরূপে দেশকে দিয়ে যাব। দেবতার সাধনা করে দেশের মুখেরা, দেবতার সৃষ্টি করবে সন্দীপ । এ ত গোল বড় কথা । কিন্তু ছোট কথাও যে পড়তে হবে। আপাতত অন্তত তিন হাজার টাকা না হলে ত চলবেই না, পাঁচ হাজার হলেই বেশ সুডৌল ভাবে চলে। কিন্তু এতবড় উদ্দীপনার মুখে হঠাৎ এই টাকার কথাটা কি বলা চলে ? কিন্তু আর সময় নেই। সঙ্কোচের বুকে পা দিয়ে দাঁড়িয়ে বলে ফেল্পমা-রাণী, এদিকে যে ভাণ্ডার শূন্য হয়ে এল, কাজ বন্ধ হয় বলে ।
পাতা:সবুজ পত্র (দ্বিতীয় বর্ষ) - প্রমথ চৌধুরী.pdf/৯৯
অবয়ব