পাতা:বিচিত্রা (প্রথম বর্ষ প্রথম খণ্ড).pdf/৯৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- U 和FT24云三 সংগ্ৰহ সিংহলের বৌদ্ধস্তুপ ভগবান বুদ্ধের কোন কল্পিত স্মৃতিচিহ্ন প্রোথিত করিয়া তাহার উপর বিরাট ইষ্টকের অন্তপ নিৰ্ম্মাণ করা প্ৰথম আরম্ভ হয় যখন বৌদ্ধধৰ্ম্ম পৃথিবীময় বেশ ছড়াইয়া পড়িয়াছে। এই ধরণের স্মৃতি মন্দিরগুলির মধ্যে বৰ্ম্মার প্যাগোড়াই সব চেয়ে লোক-প্ৰসিদ্ধ। প্যাগোডা দেখিতে ঠিক ঘণ্টার মত ; e ese D ek eS0KeeK V মাথায় দীর্ঘ চুড়া এবং ছাত্র আছে। সিংহলের দাগোবার নাম অনেকেই হয়ত জানেন না। দাগোবার স্মৃতিমন্দির কিন্তু দেখিতে প্যাগোডার মত নহে। ভারতবর্ষের সার্থীতে ও অন্যান্য জায়গায় যে সকল বৌদ্ধান্তপ দেখিতে পাওয়া যায় দাগোবার আকৃতি কতকটা সেইরূপ ; অৰ্দ্ধ