পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ১২৩ ]

পরজ । তাল জলদ তেতাল । ভাবনা রহিত মন, আমার হয় তখন, , মনপুরে মহামন্দ আর কিছু নাহি দেখি ৷৷ ১ ৷৷ এমন করে না প্রাণ অধিনী জনের সহ । নিতান্ত যে হলো তব তারে মিছে কেন দহ । অধীনে সদয় থাক, নিদয় হইলে দুঃখ, এ দুঃখ মোচন করে কোন জন অাছে কহ । ১ । হামির । তাল হরি । তাহারে কি ভুলিতে পাবি যাহারে আমি সঁপিলাম মনঃ দেখিতে তার বদন, অতি কাতর নয়ন, - শুনিতে বচন সুধা শ্রবণ তেমন । দেখিলাম কত মত, নাহি দেখি তার মত, সে জন এমন । যদি তার বিবহেতে, সতত হয় জ্বলিতে, জ্বলিতে ২ হবে নিৰ্ব্বাণ কখন । ১ । হামির খাম্বাজ । ভtল জলদ তেতালা । কুরঙ্গ নয়ন কি রঙ্গ করিল সে রঙ্গ প্রসঙ্গে কত রঙ্গ উপজিল । কখন খঞ্জন, কর দরশন, বদন কমল ||