পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সাম্যের অধিকার

১৪. রাষ্ট্র কোন ব্যক্তিকেই ভারতের এলাকার মধ্যে আইনী সাম্য ও আইনানুসারে সমান সুরক্ষা দিতে অস্বীকার করিবে না৷

১৫. (১) রাষ্ট্র কোন ব্যক্তির প্রতি ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান জনিত বৈষম্য পোষণ করিবে না৷
 (২) কোন ব্যক্তিরই নিম্নোক্ত অধিকারগুলি, শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান জনিত কারণে নিষিদ্ধ, দায়ান্বিত, সীমিত বা শর্তাধীন করা যাইবে না —

(ক) দোকান, সর্বজনীন ভোজনালয়, হোটেল এবং সর্বজনীন প্রমোদস্থলের সুবিধা লইবার অধিকার; অথবা
(খ) কূপ, পুষ্করিণী, স্নানের ঘাট, রাস্তা এবং সর্বজনীন আশ্রয়স্থল ব্যবহারের অধিকার, যদি সেগুলির তত্ত্বাবধান পূর্ণতঃ বা অংশতঃ রাষ্ট্রীয় ধনরাশি হইতে হয় অথবা সেগুলি সাধারণ জনতার ব্যবহারের জন্য অর্পিত হয়৷

 (৩) এই ধারার কোন কিছুই রাষ্ট্রকে মহিলা ও শিশুদের জন্য কোন বিশেষ প্রাবধান তৈরীতে বাধা দিবে না৷

১৬. (১) রাষ্ট্রাধীন যে কোন কার্যালয়ে সব নাগরিকের জন্য কার্য বা নিযুক্তির সমান সুযোগসুবিধা থাকিবে৷
 (২) কোন নাগরিকের প্রতিই, শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, বংশ, জন্মস্থান বা বাসস্থান ঘটিত কারণে, রাষ্ট্রের অধীন কোন কার্য বা পদপ্রাপ্তিতে নিষেধ বা বৈষম্য আরোপিত হইবে না৷
 (৩) এই ধারার কোন কিছুই সংসদকে, কোন রাজ্যের অধীন কোন কার্যালয় বা ঐ রাজ্যের এলাকাভুক্ত স্থানীয় বা অন্য কর্তৃপক্ষের কার্যালয়ে, প্রথম তফসিলের বর্ণনানুযায়ী কোন বিশেষ শ্রেণীর কার্য বা নিযুক্তির জন্য পূর্ব হইতে ঐ রাজ্যে বসবাসের আইন তৈরীতে বাধা দিবে না৷
 (৪) এই ধারার কোন কিছুই রাষ্ট্রকে পশ্চাদ্বর্তী শ্রেণীর নাগরিকদের জন্য নিয়োগ বা পদপ্রাপ্তির আরক্ষণ সৃষ্টিতে বাধা দিবে না, যদি রাষ্ট্রের মতে রাষ্ট্রকার্যে ঐ শ্রেণীর যথাযোগ্য প্রতিনিধিত্ব না থাকে৷

আইনী সাম্য৷

ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান জনিত বৈষম্য নিষেধ৷

রাষ্ট্রাধীন নিযুক্তিতে সুযোগসুবিধার সাম্য৷