পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৭৬,৭৭ ] যুবকদলেব উপব কেশবচন্দ্রেব বিবাগ ও প্রভাব হ্রাস ২২৫ মোহন বসু মহাশয় যদিও সমদৰ্শী দলে যোগ দেন নাই, একটু দূরে দূরেই ছিলেন, তথাপি তিনি এ বিষয়ে গুরুতর দায়িত্ব অনুভব করিতেন। মন্দিবাটী যাহাতে ট্রষ্টী-হস্তে যায়, তাহার একান্ত ইচ্ছা ছিল ; এবং কেশববাবু এত আপত্তি করাতে তিনি বিরক্ত হইতে লাগিলেন। একদিকে এই চেষ্টা চলিল, অপর দিকে ব্রাহ্ম প্রতিনিধি সভা নামে একটী সভা গঠনের চেষ্টা চলিল। আমরা প্রস্তাবকর্ত্তা, কিন্তু কেশব বাবু তাহাতে যোগ দিতে চাহিলেন। একটী কমিটী নিযুক্ত হইল, DBD DD DBD BBB SS DBBi DDDBD TBBD DDD শুইল । যুবকদলের উপর কেশবচন্দ্রের বিরাগ ও প্রভাব হ্রাস - এই সকল বিবাদেব মধ্যে কেশব বাবুর ভাব দেখিয়া আমরা দুঃখিত হইতে লাগিলাম। তিনি সমদৰ্শী দলকে লক্ষ্য কবিয়া রবিবাসরীয় মিরারে Sueptics, secularists, unbclieve1s 2iyf5 কটুক্তি বর্ষণ করিতে লাগিলেন। আমি দুঃখিত হইয়া ঐ মিবারে হহার প্রতিবাদ করিলাম । অতঃপর সংবাদ পত্রের এই সকল উক্তি প্রত্যুক্তি, সমদৰ্শীর লেখা, ও যুবক ব্রাহ্মদলের মধ্যে কেশব বাবুর আদর্শ সম্বন্ধে নানা আলোচনা উপহাস বিদ্রুপ, প্রভৃতির দ্বাবা কেশব বাবুর অনুগত প্রবীণ ব্রাহ্মদল ও সবক ব্রাহ্মদলের মধ্যে চিন্তা ও ভাবগত বিচ্ছেদ দিন দিন বাড়িতে প্লাগিল। এ বিষয়ে একটু খুলিয়া বলা আবশ্যক বোধ হইতেছে। ইহার কিছুদিন পূর্ব হইতে কেশব বাবু বৈরাগ্য প্রচার করিতে আরম্ভ করিয়াছিলেন। সে বৈরাগ্য কিরূপ তাহা একটু বলা ভাল। তিনি নিজের ত্রিতল ভবনের ছাদে একটী খোলার ঘর বাধিয়া নিজে রাধিয়া খাইতে লাগিলেন । আহারের বে নিয়ম ছিল, তাহার বড় ব্যতিক্রম হইল না, কেবল জল পানের সময় ধাতুনির্ম্মিত মাসের পরিবর্তে মাটির মাস ব্যবহার Q