পাতা:আত্মচরিত (২য় সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>wvR-vァ] আসামে প্রচার যাত্রা \969 কি আশ্চর্য্য ! তখন আমরা দশ টাকার জন্য ভাবিয়া আকুল হইতেছিলাম, ঠিক সেই দশটা টাকাই আসিয়া উপস্থিত ! আমরা তখনই দেনাপত্র শোধ করিয়া দাৰ্জিলিং মেইলে শিলিগুড়ি নামা স্থির করিলাম। তদনুসারে পরদিন থার্ড ক্লাসের টিকিট লইয়া ষ্টেশনে দাড়াইয়া আছি, দেখি ডাল সাহেব আসিয়া উপস্থিত। তিনি আমাকে দেখিয়া বললেন, “বাৰু, এই তুমি লিখিলে, পয়সা নাই, হাঁটিয়া শিলিগুড়ি নামিবে, আবার এ কি ?” আমি হাসিয়া বলিলাম, “একটা অলৌকিক ঘটনা ঘটেছে”। তিনি আমাকে টানিয়া সেকেণ্ড ক্লাসে তুলিয়া লইলেন, আমার সেকেণ্ড ক্লাসের অতিরিক্ত ভাড়া দিলেন, এবং শিলিগুড়ি পর্য্যন্ত সমস্ত রাস্তা তার মনে উদ্ভাবিত একটা নূতন কাজের পরামর্শ বিবৃত করিতে করিতে আসিলেন। প্রস্তাবিত কাজটার বিষয়ে যতদূর স্মরণ আছে তাহা এই। তিনি °াব’করিলেন, Af আমরা একমাত্র সত্যস্বরূপ ঈশ্বরে বিশ্বাসী • ব্যক্তিদিগকে লইয়া একটা সভা গঠন করি। তাহারা খ্রীষ্টান বা ব্রাহ্ম হউক আর না। হউক, কেবল নাস্তিক না হইলেই হইল। এই দলকে লইয়া এক সাব্বভৌমিক ধর্ম্ম প্রচার করিবার চেষ্টা করি, ইত্যাদি। এই মূলভাবের অনেক শাখা প্রশাখা ছিল, সকল মনে নাই। কলিকাতায় ফিরিয়াই এই কার্য্যের সূচনার প্রস্তাব ছিল। কিন্তু হায়ু, ডাল সাহেব কলিকাতায় পৌছিবার অল্পদিন পরেই গুরুতর কৃক্ষিরোগে আক্রান্ত হইয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণত্যাগ করিলেন। “হিমাদ্রি কুসুম।”-এই হিমালয়-বাসকালে আমি “হিমাদ্রি-কুসুম” *** এক পদ্যগ্রন্থের কিয়দংশ লিখি, তাহ পরে বদ্ধিত আকারে মুদ্রিত হয়। * গসিামে প্রচার যাত্রা -খাসিয়াং হইতে ফিরিবার কয়েকদিন পরে অর্থাৎ ১৮৮৬ সালের জুলাই মাসে আমি ধর্মপ্রচারার্থ আসাম প্রদেশে