পাতা:মেজ বউ - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । ve হইয়া কঁাদিতেছেন ; প্ৰতিবেশবাসিনী নারীগণ আসিয়া চিত্ৰাপিতের ন্যায় দাঁড়াইয়া আছেন, তঁহাদেরও চক্ষে জলধারা বহিতেছে। কর্তৃপক্ষীয় প্রাচীন পুরুষগণ আসিয়া রমণীদগকে তিরস্কার করিয়া স্থির হইতে বলিতেছেন এবং নাড়ী দেখিতেছেন। প্ৰবোধচন্দ্র একজন দেশীয় কবিরাজ সঙ্গে করিয়া উপস্থিত। তাহাদিগকে দেখিয়া আৰ্ত্তনাদ দ্বিগুণ হইল। কত্রী “ও বাপ কি করতে গেলি-কি নিয়ে এলি রে ” বলিয়া কাদিয়া উঠিলেন। অমনি চারিদিক হইতে “চুপ কর, চুপ কর, ও গো যতক্ষণ আছেন। অমঙ্গল করে না।” এইরূপ নানাপ্রকার তিরস্কার হইতে লাগিল। ক্রমে বেলা অবসান হইল ; প্রতিবেশিগণ শোকার্তচিত্তে DBDSS DBBSS BD BBD D DD DD BBDBBDB DSS DBS কন্যাদিগের আর্তম্বর গুন গুন রূবে পরিণত হইল। প্রমদা আবার শ্বশুরের সেবায় নিযুক্ত হইলেন। কিন্তু আর সেবা করিবেন কার ? ঔষধ আর গলাধঃকরণ হয় না ; দৃষ্টি আর উল্মীলিত হয় না ; কালনিদ্রা আর ভাঙ্গে না। ক্রমে রাত্রি প্রহর কােল অতীত হইতে না হইতে শ্বাসের লক্ষণ সকল প্ৰকাশ পাইতে লাগিল। হরিশ গিয়া সকলকে ডাকিয়া আনিলেন এবং সকলে তঁহাকে ধরাধরি করিয়া তীরস্থ করিলেন । সদাশয় পাঠিকা ক্ৰন্দন করিও না ; সেই সময়কার দৃশ্যাটী এক বার মনে কর। চট্টোপাধ্যায়ের শরীর যখন তীরে নীত হইল, তখন রমণীগণের হাহাকার-ধ্বনি গগন ভেদ করিয়া উঠিল! শ্যাম “ও বাবা, বাবা গো কোথায় যাও গো !” বলিয়া কঁদিতে কঁাদিতে পিতার শরীরের সঙ্গে সঙ্গে চলিল ; গৃহিণী শিরে করাঘাত করিয়া ছিন্নমূল কদলীর ন্যায় ধরাশায়িনী হইলেন। পুত্রবধুরা কে কোথায় পড়িল তাহার ঠিক নাই। প্রমদা এতক্ষণ ধৈৰ্য্যাবলম্বন করিয়াছিলেন, এখন আর স্থির থাকিতে