পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VYR শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত ' আসছে।” আমি বলিলাম, “না, তোমার স্ত্রীর জন্য আর দাড়াইব না, আমি চলিলাম।” সে আমার সঙ্গ লইল। আমি বলিলাম, “তোমাকে BDD D BD BBDSBBD BDS BDD DBDBD BB BBDBD DDL LLS gg বলিয়া তাকে কিছু পয়সা দিয়া কুমারী কলেটের বাড়ী গেলাম। গিয়া ঠার বকুনি খাইয়া মরি। তিনি বলিলেন,-“তুমি কাগজে পড়েছি, লোকমুখে শুনেছি, এই দিকে খারাপ লোকের বাস ; তবু তোমার চেতনা হয় নাই, এ বড় আশ্চর্য্য কথা । আর যদি প্রাণভয়ে পালিয়ে এলে তবে পয়সা দিলে কেন ? দয়ার কি স্থান অস্থান নাই?” আমি আর কি বলিব ! মাথা পাতিয়া তার বকুনি খাইলাম। শ্রমজীবীগণের মধ্যে ভদ্রলোকেরা যে কাজ করিতেছিলেন, তাঙ্গার আর-একটী ব্যাপার একদিন দেখিয়াছিলাম, তাহার বিবরণ এই ৷ BDBDDBuBuBDuD DBDD DBD DDD DDBBB BBBS DB রবিবার প্রাতে একটি ভবনে, তাহারা শ্রমজীবী দিগকে একত্র করিয়া ধর্ম্মোপদেশ দিবেন। আমাকে একদিন দেখিবার জন্য ডাকিয়াছিলেন। আমি গিয়া তাহদের যে কার্য্যপ্রণালী দেখিলাম, তাহা এই। প্রায় শতাধিক শ্রমজীবী একত্র হইয়াছে। প্রথম একটী বড় ঘরে তাহাদিগকে লইয়া আধঘণ্টা কাল উপাসনা করা হইল। তাহার পর তাহাদিগকে আর-একটা ঘরে আনিয়া আধঘণ্টা কাল দুইপ্রকার কাজ চলিল। প্রথম, ব্যাঙ্কের কাজ আরম্ভ হইল। শ্রমজীবীগণ সপ্তাহের মধ্যে যে যাহা সঞ্চয় করিয়াছে তাহা জমা দিতে লাগিল। দ্বিতীয়তঃ, অপর দিকে অনেকে লিখিবার খাতা খুলিয়া A B C D লিখিতে বসিয়া গেল, এবং যাহা লিখিয়া আনিয়াছে, তাহা শিক্ষকদিগকে দেখাইতে লাগিল। আমি দেখিলাম ৩০-৩৫ বৎসর বয়সের বুড় মদেরাও A B C D লিখিয়া দেখাইতেছে। তৎপরে ধর্ম্মেপদেশের জন্য চারি পাঁচ ঘরে ক্লাস বসিল।