পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ru निबनार्थ भागौब्र जांय5ब्रिड সেই গালি দিলাম। আর কোথায় যায়! মা আমাকে ধরিয়া দুইখানা। খোলার কুচি। একত্র করিয়া আমার গালের মাংস ছিড়িয়া ফেলিলেন ; রক্তে মুখ ভাসিয়া যাইতে লাগিল! তৎপরে কয়েকদিন আহার বন্ধ হইল, মা আমার গলায় গলান ভাত ও দুধ ঢালিয়া দিয়া খাওয়াইতে লাগিলেন। সেই দিন অবধি জননীর প্রতি গালাগালি আমার মুখে কেহ কখনও শোনে নাই । উন্মাদিনীকে আমি প্রাণের সহিত ভালবাসিতাম ; সর্বদাই কঁাধে করিয়া বেড়াইতাম ; কোথাও কিছু ভাল ফল বা ফুল পাইলে তাহার TT LDBBDS G DDD 0H SDDB EDBD S DBBBD KS BB তাঙ্গাকে ফেলিয়া একা শয্যাতে যাইতে পারিতাম না। মা সন্ধ্যার পূর্বে আমাদের দুই ভাই বোনকে খাওয়াইয়া দিতেন ; আমরা দুজনে গিয়া শয়ন করিতাম। আমার কল্পনা-শক্তি শৈশব হইতেই প্রবল, কত যে গল্প বানাইয়া উন্মাদিনীকে শুনাইতাম, এখন মনে হইলে হাসি পায়। গল্প শুনিতে শুনিতে আমার গায়ে হাত দিয়া সে ঘুমাইয়া পড়িত, আমিও ঘুমাইয়া পড়িতাম। ইহার পরে আমার কলিকাতা আসা পর্য্যন্ত কয়েক বৎসরের মধ্যে যে যে বিষয় স্মরণ আছে, তাঙ্গা লিখিয়া যাইতেছি । ইহাতে সময়ের ক্রম থাকিবে না, কোনও ঘটনার সােল তারিখ মনে নাই। এইমাত্র মনে আছে যে ঐকালের মধ্যে তাহা ঘটিয়াছিল। সেইরূপেই লিখিব। গবর্ণর জেনারেল লর্ড হাডিঞ্জের রাজত্বকালে দেশে। কতকগুলি আদর্শ বাঙ্গলা স্কুল স্থাপিত হয়। তাঙ্গার একটা আমাদের গ্রামে স্থাপিত হইয়াছিল। কাঁচড়াপাড়ানিবাসী শ্রামাচরণ গুপ্ত নামক একজন গুরুমহাশয়ের প্রতি বিরক্ত হইয়া আমাকে পাঠশালা ছাড়াইয়া সেই