পাতা:পুর্ব্ববঙ্গ গীতিকা (দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংখ্যা) - দীনেশচন্দ্র সেন.pdf/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৮
পূর্ব্ববঙ্গ গীতিকা

দাসীরা ধরিয়া নেয় কন্যার ভিজা কেশ।
সম্বরিয়া চলে কন্যা আপনার বেশ॥
এমন সময় মদন সাধু কি কাম করিল।
সঙ্গের সাথী শুক পংখী উড়াইয়া দিল॥ ৬০
উড়িতে উড়িতে শুষ্ক কাঞ্চন নগরে।
একবারে বইল[১] গিয়া কন্যার মন্দিরে॥ ১—৬২

(৪)



কোথা হইতে আইলারে পাখী কোথায় বাড়ী ঘর।
কি নাম রাখ্যাছে তোমার সাধু সদাগর॥
কোন্ দেশ হইতে আইল সাধু কোন্ বা দেশে গেল।
কি ক্ষণে স্থানের ঘাটে চক্ষের দেখা হইল॥ ৪
দেখিতে সুন্দর কুমার চান্দের সমান।
বাপে মায়ে রাইখ্যাছে সাধুর কিবা নাম॥
বাণিজ্য করিতে যায় সাউধের[২] নন্দন।
ছানের ঘাটে হইরা[৩] নিল অবলার মন॥ ৮
মন নিল জীবন নিল আর নিল যৈবন।
সঙ্গে কইরা নাই সে নিল কুটীল দুষমন[৪]
মুখখানি হাসি খুসী মন খানি বিষ।
আড়নয়নে চাইয়া মোরে করলে হার-দিশ[৫]॥ ১২
ঘরে নাহি থাকে মন নাহি মানে মানা।
এখনে যৈবন নদী বহিল উজানা[৬]


  1. বইল = বসিল।
  2. সাউধ=সাধু।
  3. হইরা = হরণ করিয়া।
  4. মন......দুষমন = মন ও জীবন যৌবনের যাহা শ্রেষ্ঠ সুখ, তাহা হরণ করিয়া নিল, কিন্তু সে শত্রু ও কুটিল, তাহা না হইলে সকল সার জিনিষ হরণ করিয়া লইয়া এই অসার দেহটাকে ফেলিয়া গেল কেন?
  5. হার-দিশ == দিশাহারা; আত্ম-বিস্মৃত।
  6. ‘এখনে....উজানা'—এখন যৌবনের গতি উজান দিকে বহিতেছে অর্থাৎ এতকাল যাহা ভাবিয়াছি এখনকার ভাবনা উল্টা দিকের।