পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 oby बिनॉर्थ बौद्ध स्त्रांब्रिड् তোমাদের নাস্তিকেরাও আস্তিক, তারাও বিশ্বাস করে যে ব্রহ্মাণ্ড •ধর্ম্মনিয়ম দ্বারা শাসিত, এখানে সত্যের জয় হবেই হবে। ষ্টেড-তুমি ঠিক বলিয়াছ ; আমরা ধর্ম্মপ্রবণ জাতি। ফলতঃ এই ধর্ম্মপ্রবণতা ইংরাজিজাতির চরিত্রের মূলে মহাশক্তিরূপে বিরাজ করিতেছে। ইংরাজিজাতির উন্নতির ও মহন্ধের আর-একটী মূল কারণ লক্ষ্য করিলাম। তাহা ইংরাজের গার্হস্থনীতি। মধ্যবিত্ত ভদ্র ইংরাজের গুক্তি একটা দেখিবার জিনিস। দশ দিন তাহার মধ্যে বাস করিলে মনে এক অভূতপূর্ব শান্তি আনন্দ ও পবিত্রতা অনুভব করা যায়। ইংরাজের গৃহের সৌন্দর্য্যের অনেকগুলি কারণ আছে। যে যে কারণ আমার মনে লাগিয়াছে তাহাই উল্লেখ করিতেছি। প্রথম কারণ, মধ্যবিত্ত ভদ্র ইংরাজ গৃহস্থের ভবনে নারীর অধিকার। ইংরাজের গৃহে, গৃহিণী সত্য-সত্যই গৃহস্বামিনী, রাণী। পুরুষ উপাৰ্জাক, DDDBD LDB D BBB SDDDDD DBB BBDB BD DBDD ইংরাজিজাতির সামাজিক ব্যবস্থা অনুসারে গৃহিণীই রাণী। পুরুষ গুছে তার প্রজা বা প্রধান মন্ত্রী। পুরুষ যাহা উপার্জন করেন তাহা গৃহিণীর হন্তে দিয়া ভঁহারই কর্তৃত্বাধীন হইতে ভাল বাসেন। গৃহের ব্যবস্থা বিষয়ে নিশ্চিন্ত থাকিয়া তিনি পাঠ চিন্তাদি দ্বারা আন্মোন্নতি সাধনে নিযুক্ত হইতে পারেন্দন। গৃহিণীর সর্বময় কর্তৃত্বের সঙ্গে সঙ্গে নারীজাতীর শিক্ষা ও স্বাধীনতা থাকাতে অতি চমৎকার ফল ফলিতেছে। নারীগণ সৰ্ববিধ জ্ঞানচর্চার অংশী ও সর্ববিধ শুভচেষ্টার সহায় হইতেছেন। আমি কোনও বক্তৃতাদি শুনিতে গেলে সভায় অৰ্দ্ধেক নারী দেখিতে পাইতাম। অনেক সময়ে কোনও বিখ্যাত আচার্য্যের উপদেশ শুনিবার জন্য স্ত্রীলোক ঠেলিয়া