পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

are for R (2) এবং বিষয়ে নির্লিপ্ত হইয়া স্থানে স্থানে ভ্রমণ করিতেন। তিনি বোধ চয় বালিকা কন্যাকে ব্রহ্মজ্ঞানীর সঙ্গে আসিতে দিলেন না। যে কারণেইট হউক তঁহার পত্নী জ্ঞানদা অনেক বৎসর আমাদের কাছে আসেন নাই । DDBD DtD D DD DDDLLL SYYS DBDDDDB DBBBBDB ব্রাহ্মধর্ম্ম প্রচার করিয়া ভ্রমণ করিতে লাগিলেন। সমদর্শীদলের সঙ্গিত কেশব বাবুর দলের মিশ খাইতেছে না দেখিয়া তিনি আর সে দিকে ঘোঁসিলেন না, স্বাধীন ভাবেই কার্য্য করিতে লাগিলেন। মহর্ষি দেবেন্দ্র, DBD DDDD DDD TDDuD BDBDBB 0L DDBDB BDD DBBBD সাধারণ ব্রাহ্মসমাজ স্থাপিত হইলে তিনি ইঙ্গার উৎসাহী প্রচারকদিগের মধ্যে একজন হইলেন, সুতরাং তঁহাকেও মনোনীত করা হইল। বাবু গণেশচন্দ্র ঘোষ ইতিপূৰ্বে আসামে বিষয়কার্য্যে লিপ্ত ছিলেন। এই সময় বিষয়কার্য্য হইতে অবস্থিত হইয়া স্বাস্থ্যলাভের উদ্দেশ্যে মুঙ্গের সহরে আমার পরিবারগণের সহিত বাস করিতেছিলেন। সাধারণ ব্রাহ্মসমাজ স্থাপিত হইলে, তাহারও প্রচারকদলে প্রবেশ করিবার ইচ্ছা হইল। তিনিও মনোনীত হইলেন। প্রচারকপদে মনোনীত হইয়াই আমরা নানাদিকে প্রচারকার্যার্থ বহির্গত হইলাম। আমি বেহার ও উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে বাত্রা করিলাম। প্রসন্নময়ী ও বিরাজমোহিনী তখন সন্তানদিগকে লইয়া মুঙ্গেরে বাস করিতেছিলেন, আমি প্রথমে সেখানে গেলাম। সেখানে দ্বারকানাথ বাগচী নামে একজন সুগায়ক ব্রাহ্মবন্ধু ছিলেন। তঁহাকে সঙ্গে লইলাম। তিনি আমার অনুরোধে বিষয়কর্ম্ম হইতে ছুটী লইয়া আমার সমভিব্যাহারে যাত্রা করিলেন। আমরা সে বারে cकांन् cकांन् शंग्टन क् िकि विनंत्र कांब कब्रि उांशंब गरुण बब्र নাই। বোধ হয়। অন্যান্য স্থানের মধ্যে উত্তর বেহারের নেপাল