পাতা:হিমাদ্রি-কুসুম - শিবনাথ শাস্ত্রী.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ჯეწე. হিমাদ্রি-কুসুম। না দেখিলে বহুকাল রাহিতেও নারি ! সাধে কি রে ভাল বাসি। ওই নারী-ধনে, হৃদয় উন্নত যার পবিত্র দর্শনে । (Ꮥbr) চাইত সে প্রেম যাহে চিত্ত সমুন্নত ; দহে কুবাসনা, স্বাৰ্থ দেয় ভুলাইয়া ; নীচা-রুচি কবি যত, শূকরের মত প্রেমে অপকৃষ্ট বস্তু বেড়াকৃ খুজিয়া । বিনোদ! পবিত্ৰ মুখ তোমার নিয়ত ফুটে থাক ভ্রাতু-পাশে ঘর আলোকিয়— সে কি নারী-মূৰ্ত্তি ? কবি মনে মনে বলে পুণ্যালোক এক খণ্ড পড়েছে ভূতলে । (ਹ) কে পারে বণিতে প্রেমে, পাখিব কুয়াস। মাঝে পড়ি, ধরাতালে যেই ভোক বসে, সে কি বোঝে, কোন সুখে, পেয়ে r দান আশা, সুদূর আকাশে পাখী মনের হােঙ্গ , তরল তপন্যালোকে সঁাতারিয়া ভাসে ? জ্ঞানীর জ্ঞানের সুখ, বোঝে কিরে চাষ। ঠি সেরূপ কি প্ৰেম-শৃঙ্গে নারীর আলয়, কুরুচি কবির তাহা বোঝা সাধ্য নয়। (२०) মহা-পঙ্কে গজ-রাজ পড়িয়ে যেমতি পায়ে দলে, বড় বড় পুতি-গন্ধ-ময় !