পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>wዓሕ ] ਜਿ Ryr) ভোলানাথ বাবু এক দ্বারবান দিয়া তার স্কুলের সেই ছেলেকে আমার নিকট প্রেরণ করিলেন। লিখিয়া পাঠাইলেন যে, সে দশটার সময় সিটি স্কুলে গিয়াছিল বলিয়া স্বীকার করিতেছে না। আমি সে ছোকরাকে সত্য কথা বলাইবার জন্য অনেক বুঝাইলাম, কিছুতেই স্বীকার করিল না। তৎপরে তৃতীয় শ্রেণী হইতে চারিপাচটি বালক ডাকাইয়া তাহাকে দেখাইলাম । তাহারা তার মুখের উপর বলিয়া গেল যে সে দশটার সময় আমাদের স্কুলে আসিয়াছিল। আমি তখন তাহার কান ধরিয়া ঘরের কোণে দাড় করাইয়া দিলাম, এবং তাহাকে এক ক্লাস নামাইয়া দিবার জন্য ভোলানাথ বাবুকে এবং তাহার পিতার নাম জানিয়া লইয়া গার পিতাকে চিঠি লিখিতে প্রবৃত্ত হইলাম। তখন সে ভ্যা, করিয়া কাদিয়া ফেলিল, এবং আমার পায়ে ধরিয়া সমুদয় কথা স্বীকার করিল। হহার পর সে সহজেই নিস্কৃতি পাইল । ইহার পর চতুস্পাশ্বেৰ স্কুলমহলে আমার প্রতি ছেলেদের একটা ত্রাস জন্মিয় গেল। এই ত্রাস হইতে একদিন এক কৌতুককর ঘটনা ঘটিল। একদিন আমি বাড়ী যাইবার জন্য সিটি স্কুল হইতে বাহির হইয়াছি, দেখিলাম কয়েকজন বালক আমাকে দেখিয়াই গোলদীঘির ভি৩রকার গাছের ঝোপের আড়ালে গিয়া লুকাইল। তাহারা ওরূপ না লুকাইলে বোধ হয় আমি লক্ষ্যই করিতাম না। কিন্তু লুকাইবার চেষ্টা করাতেই আমার চক্ষে পড়িয়া গেল। আমি দীঘির ধারে গিয়া অঙ্গুলি সঙ্কেত দ্বারা তাহাদিগকে নিকটে ডাকিলাম। তাহারা ভয়ে জড়সড় হইয়া আমার নিকট আসিল । আমি-তোমরা কোন স্কুলের ছেলে ? তাহারা-আজ্ঞে, এলবাৰ্ট স্কুলের, হিন্দু স্কুলের, হেয়ার স্কুলের। আমি-তোমরা এমন সময় স্কুলে না থেকে এখানে আছ কেন? তাহারা-আন্দ্রে, পরের ঘণ্টাতে ক্লাসে যাৰ ।