পাতা:বারীন্দ্রের আত্মকাহিনী - বারীন্দ্রকুমার ঘোষ.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tR ৰাৰীত্রের অন্ধকাহিনী খেলাটা অমন করিয়া চলিত না, আমার মত ভাঙ্গা কুলায় করিয়া হাই ফেলা ভগবানের আর হইয়া উঠিত না । পরদিন সকালে প্ৰথমে উপেন, উল্লাস আসিল। পরামর্শ করিয়া আমরা স্থির করিলাম, আমি, উপেন, বিভূতি ও ইন্দু সমস্তই নিজের ঘাড়ে লইয়া সব স্বীকার করিব। হেমচন্দ্ৰকে জিজ্ঞাসা করা DDDBSLB DD DDB DBBBBS D DB DB BDBD DD BB DBBDB না। হেমচন্দ্ৰ আসিল এবং কোন কথাই স্বীকার করিতে রাজী হইল না । সে সংসারের পাকা ঝানু জীব, অনেককাল পাউণ্ড ইন্সপেক্টর রূপে পুলিশ চরাইয়া খাইয়াছে, সে বরঞ্চ আমাদেরই এই বেকুবি করিতে মানা করিল। পুলিশ বে-গতিক দেখিয়া তাহাকে সরাইয়া লাইল। তাহার অনেকক্ষণ পরে হঠাৎ রামসদয় একটা কাগজ হাতে আনিয়া বলিল, “তোমরা বল হেমচন্দ্ৰ স্বীকার করবে না, এই দেখো DB BBDBDB DBBBY SS S DBBD SLDDL DDDDLDDDDDSS BB BB BS DBB সংবাদ কিনা, কি সংবাদ দিল, তাহাতে কি আছে, কিছুই দেখিলাম না, এ ওর মুখ চাহিয়া দীর্ঘশ্বাস ছাড়িয়া আমাদের লেখা স্বীকার পত্রের বিবরণে তাহারও কীৰ্ত্তি-কলাপ জুড়িয়া দিলাম। নিজের অনুষ্ঠিত এতবড় লোভনীয় রণরঙ্গিী ব্যাপারখানা বলিতে বসিয়া মানুষের বলার রেখ চাপিয়া যায়। ইহার মধ্যে একটা প্ৰচ্ছন্ন বাহাদুরীর বেশ গাঢ় প্রলেপ আছে, দেশের জন্য আমরা যে শৌৰ্য্য বীৰ্য্য ত্যাগ তপস্যাই করি না কেন, তাহা যে বার আনা আশার নেশারই মোেতাত, তাহাতে সন্দেহ নাই। তখন তাহা বুঝি নাই, কারণ তখন সংযমের বয়স নয়, তখন জীবনের চৌরাস্তায় ষোল ঘোড়ার গাড়ী হঁাকাইবার বয়স। জেলখানায়ও ধৰ্ম্মঘটের পালায় দেখিয়াছি-অতি বিজ্ঞ প্ৰবীণ প্যাট্রিয়ট অবধি সস্তায় বাহাদুর সাজিবার এ লোভ সম্বরণ করিতে পারিতেন না, কমিশনার বা সুপারিন ঠনঠন সাহেবের DBBBB BDD DDD DDD iBD DBBD BBD BDBDDB DBD প্ৰলোভন জয় করিতে না পারিয়া, তাহদের অনেকেই সাজার উপর