পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›wፃe, ዓ8 ] হরিনাভি দাতব্য চিকিৎসালয় Revo হাবিনাভি ত্যাগ করিবার পূর্বে আমি দেখিয়া আসিতে পারি নাই, তথাপি সুখেব বিষয় এই যে, ইহারই ফলে রাজপুর প্রভৃতি গ্রাম বেহালা হইতে পুথক হইয়া এক স্বতন্ত্র মিউনিসিপ্যালিটী রূপে পরিণত হইয়াছে এবং গ্রামেব অবস্থা অনেক ফিবিয়াছে। দাতব্য চিকিৎসালয় ।--আমি এই সময়ে আর-এক বিষয়ে আন্দোলন উপস্থিত করি, এবং ঈশ্বর-কৃপায় তাহাতেও কৃতকার্য্য হই। সোমপ্রকাশে লিখিতে আরম্ভ কবি যে বাজপুর প্রভৃতিব ন্যায় ম্যালেরিয়াপ্রপীড়িত গ্রামসকলের মধ্যে একটি গবর্ণমেণ্ট চ্যাবিটেবল ডিসপেনসারি থাকা উচিত। আমি হবিনাভিতে থাকিতে-থাকিতেই গবর্ণমেণ্ট এ বিষয়ে মনোনিবেশ করেন । প্রথম ডাক্তার ও ঔষধের বাক্স আমার নামে প্রেরিত DDSS BDD DDuBDB DBDBuBB DqL DBDBBBDBDS DBBBDD DBD ভদ্রলোকোব বাহির-বাড়ীতে স্থাপন করি। পরে সেই দাতব্য চিকিৎসালয়ের অনেক উন্নতি হইয়াছে। স্কুল সংস্কার।-তৃতীয় এক বিষয়ে আন্দোলন উপস্থিত করিতে হয়। BD DDD SDDBBDB BD DDBBD BBB SLLBDDSDD ML কবা। মামা স্কুলটীি স্থাপন করিবাব সময় একটী অবিবেচনার কার্য্য কবিয়াছিলেন। তাহার মনে বোধ হয় ছিল যে স্কুলটীি উচুদরের স্কুল হইবে। সেজন্য তিনি শিক্ষকদিগের বেতনের হার চড়াইয়া বাধিয়াছিলেন ; যথা, প্রথম পণ্ডিতের বেতন ৪০২ টাকা। কিন্তু ফল। এই দাড়াইয়াছিল যে কেহই তৎপুর্ষে ঐ উচ্চহারে বেতন পান নাই ; হেডপণ্ডিত মহাশয় তৎপূর্বে পাঁচ বৎসর মাসে ২৫২ টাকাই পাইয়া আসিতেছিলেন। এইরূপ অপরেরাও স্কুল-প্রতিষ্ঠাকালে নিদিষ্ট বেতন অপেক্ষা অনেক কম বেতন পাইতেন। • বেতনের হার বড় রাখার ফলে এই হইয়াছিল যে, যখনি BDBB BD DDBDBD DDDD DDDB DDBDBSDBBD S BBLY কুক্ষিতে যাইত। বহুদিন হইতে বেঞ্চ, ম্যাপ, গ্লোব, লাইব্রেরী, প্রভৃতির