পাতা:ধর্ম্মজীবন (তৃতীয় খণ্ড) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SG ধৰ্ম্ম-জীবন। তাহার অনুগত, তাহার সৈন্যদলভুক্ত হউক ; যাহারা তাহার জয় চায়, সকলে সেই নিশানের তলে দণ্ডায়মান হউক ; তিনি নিজের শিষ্য গণনা করিতে আসিয়াছেন ; তাহা হইলে সকলে কি মনে করেন ? সেই সৈন্যদল কিরূপ হয় ? পৃথিবীর মণিমুকুটভূষিত রাজগণের মস্তক সকলের আভাতে, বীরগণের বীরত্ব-অর্জিত তায় কাবলীর শোভাতে, জ্ঞাণিগণের জ্ঞানোজ্জ্বল মুখশ্ৰীতে, প্রেমিক প্ৰেমিকদিগের প্রীতি-বিকশিত নেত্ৰপাক্তিতে সে সৈন্যদল কি সুশোভিত হইয়া যায় না ? এতটা আধিপত্যের মূল কোথায় ? কোন আকর্ষণে, কোন প্রলোভনে, জগতের • লোক এই সূত্ৰধর-তনয়কে প্ৰাণ দিয়াছে ? কি আকর্ষণে, কি sBDBY DDBB DDBBBDD D DDBBSDDBBS SSKY লক্ষ লোক এত ভাল বাসিয়াছে, যে, এখনও “গৌরাঙ্গ এস। হে, একবার সংকীৰ্ত্তনের মাঝে এস হে,” বলিয়া কঁাদিয়া আকুল হইতেছে ? কি আকর্ষণে, কি প্রলোভনে, পঞ্চনদবাসী একজন সামান্য বণিকের পুত্ৰকে লক্ষ লক্ষ লোকে প্ৰাণে এমনি স্থান দিয়াছে যে, “ওয়া গুরুজীকী ফতে” “গুরুজীৱ জয়” বলিয়া ক্ষেপিয়া উঠিতেছে ? মানবহৃদয়ের উপরে এতটা আধিপত্যের মূল কারণ কোথায় ? হঁহারা যে কথা বলিয়া মানুষকে ডাকিয়াছেন, যে প্রলোভন দেখাইয়া সকলকে পাগল করিয়াছেন, সে বিষয়ে যখন ভাবি, তখন দেখি যে সচরাচর সংসারের লোকে যাহা চায়, যাহাকে প্রলোভন মনে করে, হঁহারা তাহার সম্পূৰ্ণ বিপরীত কথা