পাতা:মাদল - দীনেশচন্দ্র সেন.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অন্ধ-সাধক



বন পথে যায় অন্ধ-সাধক
   আপনার মনে গাহি’
দুটি হাতে তার বাজে করতাল
   শূন্যের পানে চাহি।
কত কাঁটা তার ফুটিতেছে পায়
   ক্ষত হ’তে বহে রক্ত,
ভ্রূক্ষেপ তাতে নাহিক’ যে তায়
   কোন্‌ পাপে অনুতপ্ত


ভক্ত প্রবীণ কার খোঁজে আজ
   হইয়াছে অনুরক্ত?
বুকে ভরা তার কোন্‌ সে বেদনা
   এ বুঝা বড়ই শক্ত।

১৭