বিষয়বস্তুতে চলুন

পাতা:অশোক - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C 1 s বিন্দু। নজর রাখারাখি কি-আমার অবর্তমানে বীতশোক যদি রাজা হয়, তাহলে ভবিষ্যৎ মন্ত্রিীত্বত তোমার । ধুন্ধু। যদি বলছেন কি, আপনার অবর্তমানে আমি বীতশোককে সিংহাসনে বসিয়ে তবে জল গ্রহণ করবো । জানেন তো মহারাজ আমার বোনাইয়ের পায়ে একবার কুশ ফুটেছিল বলে, বোনাই মাটি খুড়ে কুশের মূলে দই ঢেলে কুশ বংশ নির্ম্মল করেছিলো। আমি সেই চাণক্যের সম্বন্ধী-আমি যাকে সিংহাসনে বসাবে মনে করেছি, সে ভিন্ন আর কেউ মগধের সিংহাসনে বসতে পারবে মনে করেছেন নাকি ! আমি বঁীতিশোককে সিংহাসনে বসিয়ে অশোককে বলবো, “চলে যাও”। অশোক ও চলে যাবে, আর বীত শোক আমনি CvíNe9ezvestro sesgatsaro <reosck বিন্দু। বেশ, শুনে বড়ই তুষ্ট হলুম। নাও, আপাততঃ এসোBDDBYkSkSu0Y DBLDBBDBBDD DDBBDS BD S डूडीश छूथ । কক্ষ । शांद्रिी 'e खपनीड । অনীতা । ইহঁ। মা ! প্রতিবৎসর বসন্তোৎসবে আপনার গৃহেই সর্ব্বাগ্রে উৎসব হয়, এবারে তা হচ্ছেনা কেন ? ধারিণী। এ পুরাতন জীর্ণ গৃ% বসন্তদেবের আর ভাল লাগছে। না। তিনি তাই অন্যকোন ভাগ্যবতীর গৃহ আশ্রয় করেছেন । অনীতা । দেখলুম ছোটমার মহল উৎসবকোলাহলে পরিপূর্ণ হয়েছে । নানা রকম পতাকা পুম্পে তার ঘর সাজান হচ্ছে । 之