পাতা:অশোক - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y R var পুরুষদের । মগধরাজের কিম্বা তার প্রধান সচিবের কানেও আসবার Getty as বিন্দু। সাবধান রাধাগুপ্ত ! মর্য্যাদা রেখে কথা কও । নইলে এখনি তোমাকে কারাগারে নিক্ষেপ করবো । রাধা । প্রাণদণ্ড করুন, অমন তুচ্ছ শাস্তি দিয়ে ভূতাকে করুণা দেখাবার প্রয়োজন কি ? আমাকে মিথ্যাবাদী বলাতেই আমার করাKLDY DBDD K DB SLEDS বিন্দু। তাহ’লে তুমি কি সত্যসত্যই পুত্রধপর পলায়নের সংবাদ রাখি না ? 画 রাধা । ক্ষমা করুন। মহারাজ, আমি আর আপনাকে এ প্রশ্নের উত্তর দিতে ইচ্ছক নাই । বিন্দু। অবশ্য দিতে হবে । ( ধারিণীর প্রবেশ ) ধারিণী । নিরপরাধ মন্ত্রীকে তিরস্কার করছেন কেন মহারাজ ! উনি এ বিষয়ের কোনও সংবাদ রাখেন না । সমস্ত অপরাধ আমার । আমিই কাউকে না বলে পুত্রবধূকে সঙ্গে নিয়ে গিছিলুম। বুঝতে পারিনি মহারাজ ! উন্মাদিনী আমার চক্ষে ধূলি দিয়ে পালাবে। বিন্দু। আমার রাজবংশের কি কলঙ্ক হ’ল তা বুঝতে পেরেছ ? ধারিণী । মহারাজ ! অপরাধিনী আমি, আমাকে দণ্ড দিন ? কিন্তু দোহাই, নিরপরাধ, রাজ্যের হিতাকাজািকী প্রধান সচিবকে আমার অপDLGB YT DDBBD DBDBDDBBB DS বিন্দু। কলঙ্ক-আমার গৌরবময় কুলে কলঙ্ক । রাধা। কিসের কলঙ্ক ! রাজপুত্রবধু যদিই গৃহত্যাগ করে থাকেন, তাতে আপনার গৌরবময় কুলে কলঙ্ক হতে যাবে কেন মহারাজ ! সতী