পাতা:পুর্ব্ববঙ্গ গীতিকা (চতুর্থ খণ্ড) - দীনেশচন্দ্র সেন.pdf/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আন্ধা বন্ধু
১৮৯

খবরিয়া[১] জানিয়া আইও আগে।
কোন্ বা জনে বাজায় বাঁশী নবীন অনুরাগে
খবইর। জান্যা আইও আগে॥
খবইরা আসিয়া “কয় রাজা শুন দিয়া মন।
সোণার মানুষ বাজায় বাঁশী পাগল করে মন॥”
রাজা কয় লইয়া আইস তারে॥
বাঁশী হাতে আইলরে পান্থ দাঁড়া হইল থলে
উদাসী পান্থের গায় কাঞ্চা সোণা জ্বলে
রাজা একি চমৎকার।
দেহার রূপে পন্থ আলো চোখ দুইটি আঁধার
রাজা একি চমৎকার॥
“সুন্দর পন্থের মানুষ কহি যে তোমারে।
কোন্ বা দুঃখে বেড়াও তুমি পন্থে পন্থে ঘুরে॥
কোন্ বা দেশে বাড়ীরে তোমার কোন দেশে বসতি।
কেবা তোমার মাতা পিতা কেবা পথের সাথী রে
সত্য কও আমারে।”
“বাপ নাই মাও নাইরে মায়ের পেটের ভাই।
তীর্থের না কাউয়া[২] যেমুন উইড়া না বেড়াই
গো রাজা কহি যে তোমারে॥
পাষাণ বিধাতা মোরে গো দিলে গো এতেক দুঃখ।
জন্মিয়া না দেখলাম রাজা মাও বাপের মুখ
দরদী ভবে আপন বলতে কেউ নাই॥


  1. খবরিয়া=যে খবর আনিয়া দেয়।
  2. কাউয়া=কাক।