পাতা:বিদুরথ - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जैिौ पू४] আশ্রম পথ यूका ७ विद्रथं [ বুদ্ধ প্ৰবেশ করিয়া খ্যানী-ভাবে উপবেশন করিলেন। বিদুরখ প্ৰবেশ করিয়াই তাঁহাকে দেখিল, চমকিল, আবার দেখিল। ধ্যানভঙ্গে বুদ্ধ অনুচ্চ-স্বরে বলিমেন-“শাক্যবংশ।’ ] বিদু। আপনাকে পিতার প্রাসাদে থাকতে দেখেছিলুম। यूछ । cक 6ठागब्रि १िड ! বিদু। প্ৰসেনজিৎ । বুদ্ধ। দেখেছিলে । বিদু। পিতার সে পরিচর্য্যা ছেড়ে আপনি এখানে কেন ? বুদ্ধ। তোমার পিতার সে ঐশ্বৰ্যময় প্রাসাদের চেয়ে জ্ঞাতিদের শীতল ছায়া আমার অধিক তৃপ্তিপ্রদ। বিদু। কারা আপনার জ্ঞাতি ? বুদ্ধ। শাক্যবংশ!! (বুদ্ধ নয়ন মুদিত করিলেন। ধীরে ধীরে বিদুল্লখ ফিরিয়া গেল। —বশিষ্ঠ প্ৰবেশ করিয়া বুদ্ধের পাদমূলে বসিল। বুদ্ধ চক্ষু মেলিলেন।) সে দিন আমার বলা শেষ হয়নি বশিষ্ঠ ! — তোমরা বহু জাতি, বহুনাম, বৃহু গোত্র, বহু কুল থেকে এসে এই ভিক্ষুব্রত নিয়েছ। কেউ যদি তোমাদের প্রশ্ন করে, তোমরা কে? छॉशब्रा कि ऍड्व्र ८ ? বশিষ্ট। আমরা বলব শাক্যপুত্র-শ্রমণ ।