পাতা:নবাবী আমল - নির্ম্মলশিব বন্দ্যোপাধ্যায়.pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক প্ৰথম দৃশ্য ( বক্ৰেশ্বর ঘাট। দূরে বটবৃক্ষ, ভগ্নকুটীর ও নির কঙ্কাল, নরমুণ্ড ) হাফেজ ও শেরিণ হাফেজ। এখানে যা হােক একটা আশ্ৰয় পাওয়া গেছে। তুমি একটু , ব’স, আমি দেখি নিকটবৰ্ত্তী গ্রামে। যদি কিছু ভিক্ষা পাই। শেরিণা। হাফেজ ! আমার জন্য তুমি কত দুঃখই পেলে। হতভাগিনী स्त्रांत्रिं,-cछांबांब्र कूर्णेश् ;-हिौव्र ७षब्रांश १ंख्या झु,ि अड्रण धैर्थ, উজ্জ্বল ভবিষ্যৎ, লোকের ঈর্ষা হয় এমন সম্মান ; হেলায় হারালে, শুধু আমার জন্য-শুধু আমার জন্য। হাফেজ। আমি পুরুষ ; আমার পক্ষে এ কষ্ট সহ করা কি এমন কঠিন শেরিণা ? পৃথিবীতে বড় লোক ক’জন ? বেশীর ভাগইত uD BBBDBL B S SDDS BDDS S D S S SDDDDD বাদসাহের ভ্রাতুষ্পপুত্রী তুমি,-বাদসাহী ঐশ্বৰ্য্যে, বাদসাহী বিলাসিতায় অভ্যস্থ, ফুলের চেয়েও কোমল, আজ আমাকে আশ্রয় ক’রে নিজের কি সৰ্ব্বনাশ ক’রেছ বলে দেখি ? প্রাণভয়ে দেশত্যাগী আশ্রয়হীন । শেরিণা। তাঁবুতো আমরা সুখী হাফেজ। তুমি আমায় ভালবাস, আমি ও তো এ হৃদয় আর কাউকে দিই নি ! তোমাকে দিয়ে 30 t )