পাতা:নবাবী আমল - নির্ম্মলশিব বন্দ্যোপাধ্যায়.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃশ্য DDB DYYKEzS অলিনাকী ও আসাদ-ওজমান । জুলালি। ভাই ! তুমি বিচলিত হ’য়ে না। আমি যত শীঘ্ৰ পারি, দিল্লী থেকে ফিরে আসবো । অ্যাসাদ । হঠাৎ দিল্লী যাবার এত কি প্রয়োজন হ’ল ? অ্যালি । নবাব আলিবর্দী খাঁর আদেশেই আমি দিল্লী যাচ্ছি। নবাব, ংবাদ পেয়েছেন, ভাস্কর পণ্ডিতের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তার প্রভু, রঘুজী ভোঁসলে, বিপুল বাহিনী সজ্জিত ক’রে বাঙ্গালাব দিকে অভিযান ক’রেছে। শুনেছি। রঘুজীর অগ্রগামী সৈন্তের কয়েকট ক্ষুদ্র দল ইতিমধ্যে ঝাড়খণ্ডের জঙ্গলে এসে আশ্রয় নিয়েছে। প্রকাশ্যে কোন রাজ্য আক্রমণে সাহসী না হ’লেও লুণ্ঠনে তারা বিশেষ পটু ৷ সীমান্ত প্রদেশ থেকে এইরূপ দু-একটা লুঠ তরাজের সংবাদ ও নবাব দরবারে এসে পৌছেচে । এক ভাস্করের অত্যাচারেই সোণার বাঙ্গালা আজ শৰ্মশান । সে শ্মশানে রঘুজীর ক্রোধানল প্ৰজ্বলিত হ’লে বোধ হয় বাঙ্গালার অস্তিত্ব পর্যন্ত পুড়ে ছাই হবে। তাই সম্রাটের সাহায্য প্রার্থনায় নবাব আমাকে দৌত্যে নিযুক্ত ক’রেছেন । কিন্তু চারিদিকের প্রবল শত্রুর আক্রমণে দিল্লীর ময়ুরতক্তও কেঁপে উঠেছে। নবাবও সে এ সংবাদ না জানেন, এমন নয়। তার আসল উদ্দেশ্য-আমার প্রতি নবাবের গোপন sa