পাতা:ঐতিহাসিক চিত্র (চতুর্থ বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ex-fies S O আসিতেছিল। আসিয়া দেখিল, সমস্তই শেষ হইয়া গিয়াছে। ইহাতে তাহার হৃদয়ে অত্যন্ত আঘাত লাগিল। সে পাগল হইয়া গেল । * মাতা গুজরী বড়ই উদ্বেগে বালকদের কথা ভাবিতেছিলেন। এমন সময়ে তাহার নিকটে সেই ভীষণ সংবাদ উপস্থিত হইল । তাহা শুনিতে শুনিতে তিনি মূচ্ছিত হইয়া পড়িলেন। কিন্তু সে মুচ্ছ। আর ভাঙ্গিল না। অর্থািলপ্ত, পাচক গঙ্গু স্বীয় দুৰ্ব্ববুদ্ধির বশে আজি কতই অনর্থ ঘটাইল। সে আজ তাহার শুভাকাঙ্ক্ষা গুরুর সর্বনাশ করিল। তাহার পাপের ফলে আজ চারিটি নির্দোষ প্ৰাণী অকালে হােত হইল, একটি পাগল হইয়া গেল। আর সেই অবিবেচক নবাবের কথা বলিব না। তিনি মানব 夺列零1 ইহার কিছু দিন পরে মুক্তসার যুদ্ধে পাঞ্জাবের অংশবিশেষ জয় করিয়া বিজয়ী গোবিন্দ সিংহ যখন রাজধানী ফিরিতেছিলেন। তখন তিনি এই পাপ সিরহিন্দে একবার উপস্থিত হন। শিখেরা ঐ নগর ধ্বংস করি।-- বার জন্য ক্ষেপিয়া উঠে। কিন্তু গুরু গোবিন্দের আদেশে তাহদের সে ইচ্ছা পূর্ণ হইল না। গুরু সেই পাপ নগরের বহির্ভাগে প্রিয় পুত্র ফতেসিংহ ও জোরবারসিংহের অদ্ভুত সমাধি-প্রাচীরের পার্থে বসিয়া নানা কথা ভাধিতেছিলেন। তিনি অন্যমনস্কভাবে তরবারি দ্বারা একটি ক্ষুদ্র বৃক্ষ উন্মলিত করিলেন। তাহা দেখিয়া শিখেরা এরূপ করিবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিলেন- ‘ইহা ভবিষ্যতের এক প্ৰধান ঘটনার লক্ষণ বলিয়া জানিও । মোগল রাজত্ব আর বেশী দিন নয়।” গুরু। সিরহিন্দকে “গুরুমার’ নাম প্ৰদান করিয়া শিষ্যfদগকে আদেশ করেন যে, যে কেহ এই স্থান দিয়া গঙ্গামানে যাইবে, সেই আসিবার ও যাইবার কালে এখান হইতে এক এক খণ্ড ইষ্টক লইয়া যেন সন্মুখস্থ a cf. Puran Singh's The Victory of Faith.