পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R O ঐতিহাসিক চিত্র। , যমুনা নদীর পর পারে বিষ্ণু মন্দিরের পশ্চিমে বহুদূর ব্যাপী একটা ইষ্টকন্তু দৃষ্ট হয়। লোকে বলে, ইহাই রাজা বুদ্ধিমন্তের খোষ বাগ বা উদ্যান বাটিকার डभदgeस । রাজধানী ও রাজবাটীর অনতিদূরেই রাজা বুদ্ধিমন্তের সৈন্যাগার বা দুৰ্গ স্থাপিত ছিল। সৈন্যাগার ও তাহার চতুঃপার্শ্ববৰ্ত্তী স্থানই বর্তমান সময় “হেঙ্কন গঞ্জ” বা “হিঙ্গল গঞ্জ” নামে অভিহিত হইতেছে। দুর্গের পশ্চিম দিকে যমুনা নদী ও অন্য তিন দিকে সুগভীর গড় খাই দ্বারা বেষ্টিত ছিল। গড়খাইর সুস্পষ্ট চিহ্ন এখনও বৰ্ত্তমান। সুন্দরবনের অনেক স্থলেই এইরূপ প্রাচীন কীৰ্ত্তির ভগ্নাবশেষ বিদ্যমান কিন্তু একটু আয়াস স্বীকারে তাহ অনুসন্ধান করিবার ইচ্ছা বা প্রবৃদ্ধি আমাদের মধ্যে কয়জনের আছে ? . শ্ৰীঅশ্বিনী কুমার সেন।