এদিকে আসতে দেখা গিয়েছে । ভোলার মারি অনুমান করে নিতে কষ্ট হয় নি যে তার খোজে তাদের কুঁড়ের দিকেই গিয়েছে সাধন । ভোলার মা কৃতজ্ঞতা জানায় অপরূপ ভাবে । শুধু বলে, ভালমন্দ মানুষ চিনতে আমাগো ভুল হয় না; } অনেক দেখে অনেক ঠেকে সে নিভুল যাচাই করতে শিখেছে সৎ মানুষ আর অসৎ মানুষকে । সাধনার কাছেই সে গিয়েছিল মাকড়ি নিয়ে । সাধনা মানুষটা ভাল । जन्लशर्डीऊङाद डांव् ! ভোলার মাকে টীকা দিয়ে সাধনা একটু খুন্সী মনেই ঘরে ফেরে। উপর উপর কতটুকুই বা দেখেছে আর কতটুকুই বা জেনেছে। এখানকার মানুষের দিবারাত্রির জীবন, তবু তার মনে হয় সে যেন কিছুক্ষণের জন্য • নতুন একটা জগৎ থেকে ঘুরে এল। ঘরের এত কাছে জীবনের একটা অতি সহজ প্ৰাথমিক সত্য এমনভাবে বাস্তব রূপ নিয়ে স্পষ্ট হয়ে আছে এটা যেন এখনো তার বিশ্বাস হতে চায় না, চোখে দেখে কানে শুনে আসার পরেও । তার ধারণাতীত: ছিল এই সহজ সত্যটা । এত অসহায় এত নিরুপায় হয়ে পড়েও মানুষ হাল ছাড়ে না, এমনভাবে আবার আশ্রয় গড়ে নেয়, অবস্থার সঙ্গে খাপ খাইয়ে জীবনের নতুন ভিত গাথে । পাঁচিশ টাকায় আয়োজন করে ছেলেমেয়ের বিয়ের । এতদিন সাধনার কাছে বিয়ের মানেটাই ছিল রোমাঞ্চকর স্বপ্নকে বাস্তব করা উপলক্ষে হৈ চৈ আনন্দ উৎসব । সমস্ত "לפ
পাতা:সোনার চেয়ে দামী (প্রথম খণ্ড) - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৯৮
অবয়ব