পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ख6९ों ! R V۹ و রাজকে তিনি যে সহজেই পরাস্ত করিতে পরিবেন, এই ধারণা তাহার মনোমধ্যে উদয় হইয়াছিল । সরফরাজ নাদির শাহের নামে মুদ্রাঙ্কণ করায়, সম্রাট মহম্মদ শাহ তাহার প্ৰেতি যারপরনাই অসন্তুষ্ট হন । সরফরাজের বিপক্ষদল সেই বিষয়ের নানা প্ৰকার কথ্য সম্রাটের কাণে তুলিয়া সরফরাজের প্রতি র্তাহার বিদ্বেষভাব আরও বাড়াইয়া তুলেন । বাদশাহ ও তাহার আমীর ওমরাহ দিগকে বহু পরিমাণে অর্থ প্ৰদানের অঙ্গীকার কািরয়া ? তাহাদিগের নিকট নানাবিধ উপঢৌকন পাঠাইয়া আলিবর্দী খা বাদশাহের দরবার হইতে বাঙ্গালা, বিহার উড়িষার নবাবী সনন্দ লাভে সক্ষম হন । উক্ত সনন্দ প্ৰাপ্ত হইয়া তিনি বিহারের কতিপয় বিদ্রোহী জমাদারকে দমন করার ছলে সৈন্য সজা করিতে আরম্ভ করেন ও ধীরে ধীরে মুর্শিদাবাদ অভিমুখে অগ্রসর হন । যে দিন তিনি যাত্রা করেন, তাহ গোপনে জগৎশেঠকে লিখিয়া পাঠান । উক্ত পত্রিপ্রেরণের পর আলিবর্দী বিহার পরিত্যাগ করেন । জগৎশেঠ যে দিবস উক্ত পত্ৰ প্ৰাপ্ত হন, তাহার ৫৬ দিন পরে আলিবর্দীর মুর্শিদাবাদে উপস্থিত হওয়ার সম্ভাবনা ছিল ! জগৎশেঠের পত্রের সহিত আলিবাদী নবাব সরফরাজ খাঁর নামেও এক পত্ৰ পঠাইয়াছিলেন । জগৎশেঠ নবাবকে তাহার পত্ৰ প্ৰদান করিয়া আলিবর্দী তাহাকে যাহা লিখিয়াছেন তাহা ও নবাবকে জানাইয়া দেন । নবাবের পত্রে আলিবর্দী এইরূপ লিখিয়াছিলেন যে, “তাহার স্ববংশীয়গণের প্রতি অত্যাচার হওয়ায় তিনি তাহাদিগকে অবমাননার হস্ত হইতে উদ্ধার করতে আসিতেছেন, নবাব যদি অনুগ্ৰহ করিয়া তাহার স্ববংশীয়গণকে ছাড়িয়া দেন, LKD DBBB SLBBD gL BBBBD SDuGuBS DDBDBDB BDBDSBBD DDLL DDDDD S তঁহার ন্যায় আজ্ঞাকারী ভৃত্য কখনও নবাবের আদেশ অমান্য করিতে ইচ্ছক নহেন।” নির্বাব এই পত্ৰ পাঠ করিয়া যারপরনাই চিন্তিত হইয়া পড়িলেন । এ বিষয়ের আলোচনার জন্য তিনি প্ৰধান মন্ত্রিবগকে আহবান করেন, এবং তঁাহাদিগের সহিত পরামর্শে প্ৰবৃত্ত হন । হাজী আহম্মদকে এই সমস্ত বিষয়ের মূল বিবেচনা করিয়া নবাব তাঁহাকে অত্যন্ত তিরস্কার করেন। B BDDBD DBBBBB DDD BDBBB DDD DBDBBDBD DDS DDD BDDBDBBB