পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগৎশেঠ (OS). তিনি অত্যন্ত বিশ্বাসীও ধাৰ্ম্মিক হওয়ায় নবাব তাহাকে রাজস্ব দেওয়ানের পদে নিযুক্ত করেন। তিনি জগৎশেঠ ফতেচাদের সহিত পরামর্শ করিয়া রাজস্বসংক্রান্ত বিষয়ের সুন্দর বন্দোবস্ত করিয়াছিলেন । যে সময়ে বঙ্গভূমি অন্তর্বিদ্রোহ ও বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হইয়া নানারূপে বিপন্ন হইয়া উঠিয়াছিল, প্রজাবর্গের অশেষ অনিষ্ট সাধিত হওয়ায়, রাজস্ব ह्वांनॉश বিষয়ে নানারূপ বিশৃঙ্খলা ঘটিয়াছিল, সেই সময়ে চায়েনরায় রাজস্ব দে 2য়ান হইয়া প্ৰজা ও জমীদার। বর্গকে সন্তুষ্ট রাখিয়া অনেক কৌশলে রাজস্ব আদায় করিতেন । নবাবের প্ৰতি সন্তুষ্ট থাকায় ও চায়েনরায়ের সুবন্দোবস্তে জসীদারেরা মহারাষ্ট্রীয় আক্র, মণের জন্য অনেক সময় অর্থ সাহায্য করিয়াছিলেন । বলা বাহুল্য জগৎশেঠ ফতে চাদের সুপরামর্শে চায়েনরায় অনেক সময়ে চালিত হইতেন । সিংহাসনে আরোহণ করিয়া আলিবর্দি খা বিদ্রোহ দমনে প্ৰবৃত্ত হন । সরফরাজ খাকে নিহত করিয়া মুর্শিদাবাদের সিংহাসন লাভ করার সংবাদ শুনিয়া সরফরাজের ভগিনীপতি মুর্শিদকুলি খাঁ বিদ্রোহী হইয়া উঠেন । মুর্শিদকুলী উড়িষ্যার শাসনকৰ্ত্তার পদে নিযুক্ত ছিলেন। তিনি আপনাকে স্বাধীন বলিয়া ঘোষণা করেন । আলিবর্দি খাঁ তাহার বিরুদ্ধে যাত্ৰা করিলে তিনি । প্ৰথমতঃ সন্ধির ইচ্ছা করিয়াছিলেন, কিন্তু পরিবারবর্গের পরামর্শে অবশেষে তিনি যুদ্ধ করিতে বাধ্য হন। যুদ্ধে পরাজিত হইয়া তিনি মছলীপান্তনাভিমুখে পলায়ন করেন । পুরুষোত্তমের রাজা অবশেষে তাহার পরিবার ও সম্পত্তি মুর্শিদকুলী খাঁর নিকট পাঠাইয়া দেন। আলিবর্দি স্বীয় মধ্যম ভ্রাতুষ্পুত্র ও জামাতা সৈয়দ আহম্মদকে উড়িষ্যার শাসন কর্তৃত্ব প্ৰদান করিয়া মুর্শিদাবাদে আগমন- করেন । কিন্তু কিছুকাল পরে মুর্শিদকুলীর জামাতা মির্জাবিকীর উড়িষ্যা অধিকার করিয়া সৈয়দ আহম্মদকে বন্দী করায়, আলীবর্দিকে পুনর্বার উড়িষ্যায়। যাইতে হয়। র্তাহাকে পরাস্ত করিয়া তাহার হস্ত হইতে সৈয়দ আহম্মদের উদ্ধার সাধন করেন। পরে তিনি মুর্শিদাবাদ অভিমুখে যাত্ৰা করিয়া পথিমধ্যে মৃগয়ামোদ উপভোগ করিতেছিলেন, এই সময়ে শুনিতে পান যে, মহারাষ্ট্ৰীয়েরা বাঙ্গলায় উপস্থিত হইয়াছে। যদিও পূর্বে তিনি ইহার কিছু