পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V9&\b ঐতিহাসিক চিত্ৰ । করিয়া বলিতে চাহেন যে, বিধবাবিবাহ, রেলওয়ে, টেলিগ্রাফ ও পাশ্চাত্যশিক্ষার জন্য বিদ্যালয়স্থাপন প্ৰভৃতি হইতে অশান্তির সৃষ্টি হয়, এবং তৎসঙ্গে টোটাকাটা মিলিত হইয়া এই বিদ্রোহের অবতারণা করিয়াছিল । * আমরা পূর্বে উল্লেখ করিয়াছি যে, তাৎকালিক সৈনিক কৰ্ম্মচারিগণ ব্ৰাহ্মণগণ কর্তৃক এই ধৰ্ম্মনাশের আশঙ্কা প্ৰচারিত হইয়াছিল বলিয়া সন্দেহ করিয়াছিলেন, এবং তঁাহার। কলিকাতার ধৰ্ম্মসভার সভ্যাদিগকে সন্দেহ করেন । লর্ড রবার্টস পৰ্ম্মসভার প্রতি কোনরূপ মন্তব্য প্ৰকাশ না করিয়া ব্ৰাহ্মণসাধারণ কর্তৃক যে অশান্তির সৃষ্টি হইয়াছিল, তাহাই স্থির করিয়াছেন । তিনি বলেন যে, বিটিশ গবৰ্ণমেণ্ট কর্তৃক ঐ সমস্ত নীতি ও শিক্ষা প্রচারিত হওয়ায় ব্ৰাহ্মণদিগের ক্ষমতা ও প্ৰতিপত্তির হ্রাস হটবার সম্ভাবনায় তাহারা এই অশান্তি জনসাধারণের মধ্যে প্রচার করিতে আরম্ভ করে । + ফিরেষ্ট ও উক্ত মতের

  • "An ancient and widely-spread custom has prohibited the Hindu

widow from second marriage. IDuring the administration of Lord Dalhousie, an Act which permitted her to marry again had been proposed and discussed, and it was passed by his successor. The permission for widows to marry again trenched upon to confirm the suspicion which had entered his mind that the Government wished to tamper with his Creed. The establishment of telegraphs and railways, and opening of schools had created a filling of unrest in the land, and appeared to the orthodox to threaten the destruction of the social and religious fabric of Hindu society. The propagator of sedition and the fanatic, the two great enemies of our rule took advantage of the fieling of unrest and suspicion to raise the cry that a systematic attack was to be made on the ancient faith and customs of the people, and they pointed to the intro duction of the grased cartridge as a proof of what they saw sedulously preached' (Forrest's History of the Indian Mutiny Vol. I). t Those arbiters of fate, who are untie then all powerful to contro every act of their co-religionists social, religious or political, were quick to perceive that their influence was meanest, and - that their sway would in time to be wrested from them, unless they could devise some means for overthrowing our Government. They knew full well that the groundwork of this influence was ignorance and superstition