পাতা:ঐতিহাসিক চিত্র (প্রথম বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१२ ঐতিহাসিক চিত্ৰ । মাণিকৰ্চাদের মৃত্যু হয়। কিন্তু ১৭২০ খৃঃঅব্দে ফরকশায়ার এ জগৎ হইতে চিরবিদায় লুইতে বাধ্য হন। ১৭২৪ খৃঃঅব্দে মুর্শিদাবাদ হইতে দিল্লী প্ৰথমবার গমন কারলে সম্রাট মহম্মদ শাহ ফতেচাদকে জগৎশেঠ উপাধিতে ভূষিত করিয়া তৎসঙ্গে “একটি বহুমূল্য খেলাত, জগৎশেঠ নামাঙ্কিত মণিময় মোহর ও শিরোপা সন্মানচিত্নস্বরূপ প্ৰদান করেন।” তৎকালে মুর্শিদাবাদের গদীর নাম এরূপ ভাবে বিস্তৃত ভাইয়া পড়িয়াছিল যে, জগতে তাহার সমকক্ষ আর দ্বিতীয় গাদী ছিলনা। বলিয়া সাধারণে বিশ্বাস করিত; সেই জন্য ফতেচাদ জগতের মধ্যে শ্রেষ্ট মহাজন হওয়ায়, বাদশাহ তাহাকে জগৎশেঠ উপাধি প্ৰদান করিয়াছিলেন। ফতে চান্দই প্ৰথমে জগৎশেঠ উপাধি লাভ করেন, ইতিপূৰ্ব্বে তিনি শেঠ উপাধি পাইয়াছিলেন, তাহার উভয় উপাধিরই ফাৰ্ম্মান বা সনন্দ অদ্যাপি বিদ্যমান আছে। ফতেচাদের গদী মুর্শিদাবাদে অবস্থিত থাকিলেও ভারতের নানা স্থানের সহিত র্তাহার সম্বন্ধ সংস্থাপিত হয় । দিল্লীর বাদশাহগণও মুর্শিদাবাদের গদীর সহিত সম্বন্ধ বন্ধন করিতে ক্ৰটি করিতেন না । এইরূপে দিল্লীর দরবারে ফতেচাদের সন্মান ও প্রতিপত্তির বৃদ্ধি হয়। যৎকালে তিনি দিল্লীতে ছিলেন, সেই সময় হইতে সম্রাট মহম্মদ শাহের সহিত তাহার বিশেষ পরিচয় ও ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল, তাহার পর মুর্শিদাবাদের গদীর সহিত বাঙ্গালার নবাব ও দিল্লীর বাদশাহগণের আরও গুরুতর সম্বন্ধ হওয়ায় বাদশাহ মহম্মদ শাহ ফতোর্চাদকে জগৎশেঠ উপাধি প্ৰদান করিয়া মুর্শিদাবাদের শেঠবংশীয়দিগকে ভারতের শীর্ষস্থানীয় করিয়া গিয়াছেন। মাণিকৰ্চাদের ন্যায় নবাব মুর্শিদকুলী ফতে চাদকেও যারপরনাই স্নেহ ও বিশ্বাস করিতেন। মাণিকচাঁদের সময় মুর্শিদাবাদের গদীর প্রতি তাহার যেরূপ কৃপা দৃষ্টি ছিল, বৰ্ত্তমান সময়েও তাহার অভাব হইল না। ফতেচাদ নিজে তীক্ষ্ণবুদ্ধি ও কাৰ্য্যদক্ষ ছিলেন, তাহাতে নবাব মুর্শিদকুলী খাঁর অনুগ্রহালাভ করায় মুর্শিদাবাদের গদীর দিন দিন উন্নতি হইতে লাগিল। বাঙ্গালার রাজস্ব বিষয়ে মাণিকচাঁদের সময়ে শেঠদিগের যেরূপ সম্বন্ধ ছিল, ফতেচাঁদের সময়েও সেইরূপ বন্দোবস্তু স্থির থাকিত। নবাব সরকারেও দিন দিন ফতেষ্টাব্দের ।