পাতা:ইতিকথার পরের কথা.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাকে তুমি বলে কিন্তু সেটা তাকে কৈলাসদা বলার জন্য। ত্রিভুবন দত্রের ছেলে হিসাবে এবং বয়সে বড় বলে তাকে আপনি বলা যায়। কিন্তু এদিকে আবার একজন কম্পোজিটরকে আপনি বলতে কেমন বাধ্য-বাধ ঠেকে ! , , তখন শুভর মনে পড়ে গায়ের লোকের উপর কৈলাসের প্রভাবের কথা। কৈলাসের সম্পর্কে এ কথা সে ইতিমধ্যেই শুনেছে—স্বয়ং জগদীশের মুখে। ছেলেকে জমিদারির অবস্থা বুঝিয়ে দেবার সময় জগদীশ কৈলাসের প্রসঙ্গ তুলেছিল-প্রশংসা করতে নয়, গায়ের জালায়। যাদের বুদ্ধি পরামর্শে প্রজারা বিগড়ে যাচ্ছে, হাঙ্গামা করছে, কৈলাস নাকি তাদের মধ্যে একজন ধান ব্যক্তি। ~ । ভেবেচিন্তে অন্য সব বিচার বাদ দিয়ে গায়ের লোকের সম্মানকে স্বীকৃতি 6ाSग्नाशे उऊ उछाल शाहब कgन्न ! বলে, আপনি কি বলতে চান আমার ওপর বিশেষ ভাবে রাগ আছে সকলের ? নবশিল্প মন্দিরটা করে আমি অনেককে রোজগারের সুযোগ দিয়েছিলাম যেমনি আবার ছাটাইও করেছেন। কারখানা না চললে আমার কি দোষ ? কিছুকাল তো কিছু লোক পয়সা কমিয়েছে। তারপর আমি চলে গেলাম বিদেশে। বিশেষভাবে আমার ওপর লোকে চটবে কেন ? যার উপর বিশেষভাবে চটবার অনেক কারণ আছে, আপনি তার ছেলে বলে । নন্দ বলে, থাক না। কৈলাসদ । শুভ কিন্তু গভীর মুখে বলে, থাকবে কেন ? এটা সম্ভব বৈকি। বাবা বুৰি খুব দাপট চালিয়েছেন ? এসব কিছু এখনো শুনি নি, তাই এদিকটা আমার :श्श्नविन श्ध्र नेि । কৈলাস মনে মনে বলে, খেয়াল হয় নি কেন ? নিজের ব্যাপটিকে তুমি চিনো না ? ছেলেবেলা থেকে তোমার জন্য কতলোক বেত খেয়েছে, তুমি V