পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- *; - :ستد مخت. ، .. . . :. ثة. ܫ܀ .. از . P. ........ · 鸿 iškai `❖ስ‛• (গী দে মোপাসা ) S S SL S gDBDB DB BD BBtB DBBDDBD SS BDSBD BDD KY DD লোমহর্ষক ঘটনার কথা নাই। গত বসন্তে ভূমধ্যসাগরের উপকুলসান্নিধ্যে নৌবিহারকালে আমি প্রত্যহ যাহা দেখিতাম বা যে সকল বিষয় চিন্তা কিরিতাম তাহ সমস্তই অবসর-বিনোদনার্থ লিপিবদ্ধ করিয়াছিলাম। স্ট্র, সুর্য্য, মেঘমালা, পাহাড় এবং সমুদ্রের অনন্ত জলরাশি ইহাই কেবল আমার দৃষ্টিপথে পতিত হইয়াছিল। ইহা ব্যতীত আমার বর্ণনার সামগ্রী আর কিছুই নাই। আমার চিস্থার বিষয় ও অকিঞ্চিৎকার, বস্তুতঃ সে গুলি সমুদ্রতরঙ্গের তন্দ্রা । উৎপাদনকারী আন্দোলনপ্রসুত । ] A. છફે હાનિ | আমি গভীর নিদ্রামগ্ন ছিলাম, আমার পোতাধ্যক্ষ বার্ণার্ড বাতায়নে এক মুষ্টি বালুকা নিক্ষেপ করিয়া আমাকে জাগরিত করিল। আমি বাতায়ন উন্মুক্ত করিলাম। মুখমণ্ডলে, বক্ষোদেশে নিশীথ বায়ুর শীতল স্পর্শ অনুভব করিয়া কি এক অনির্বচনীয় আনন্দে আমার হৃদয় মগ্ন হইল। আকাশ নীলাভ ধূসরবর্ণা; নক্ষত্রপুঞ্জ কম্পমান ক্ষুদ্র ক্ষুদ্র দীপশিখার ন্যায় সর্ব্বত্র বিকিমিকি করিতেছে। প্রাচীরের প্রান্তভাগে একজন নাবিক দাড়াইয়া ছিল । সে বলিল,-“মহাশয়, আজ আকাশ বেশ-পরিষ্কার,” আমি জিজ্ঞাসা করিলাম। “বাতাসের গতি কোন দিকে ?” সে বলিল, “উপকুল-বিমুখে” । আমি কহিলাম, “আচ্ছা, আসিতেছি”। অৰ্দ্ধঘণ্টা পরে আমি দ্রুতপদে সমুদ্রতীরে যাইতেছিলাম, দিকচক্রবাল উষার রক্তিমছটায় উদ্ভাসিত। আমি দোআঞ্জে উপসাগরের পশ্চাদভাগে নাইস নগরীর আলোকমালা এবং বহুদূরে ভিনাক্রসের আলোকস্তম্ভের ঘূর্ণ্যমান দীপাধার দেখিতে পাইলাম। অপগত প্রায় অন্ধকারের ভিতর দিয়া চুড়াকৃতি অন্তীবস নগরী সম্মুখে স্পষ্টভাবে দেখা যাইতেছিল। সহরটি-সমুচ্চ বুরুজে সুশোভিত।