পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: এইবার আমরা অনার্য্য পুর্ণ সত্যতায় চিত্র প্রত্যক্ষ করিৰ। । Se BBDD BuDD DBDS DBD DBDBB BBBLD g DE CL বিলাসিতার পূর্ণ চিত্র দেখিতে পাওয়া যাইবে। কাঞ্চনেনাবৃতাং রম্যাং প্রাকারেণ মহাপুরীম। श्रृंदेश्5 बिब्रिनशाहैd: भांब्रतांबूनजब्रिटेड: ॥ २७ পাণ্ডুয়াভিঃ প্রতোলীভিরুচ্চিাভিরভিসংবৃতাম। অট্টালিকাশতাকীর্ণাং পতাকা ধ্বজ শোভিতাম৷৷ ১৭ তোরণৈঃ কাঞ্চনৈদিব্যৈলতাপংক্তি বিরাজিতৈঃ । ( সুন্দরা-২ ) ইহাই লঙ্ক। হনুমান দূর হইতে এই লঙ্কা দর্শন করিলেন। কবিগুরু বাল্মীকি এই লঙ্কাকে “কনক লঙ্কা” বলিয়া উল্লেখ করিয়াছেন। কনক লঙ্কা দ্বীপের মধ্যে অবস্থিত একটি নগরী, ত্রিকুট পর্ব্বতের শীর্ষদেশসংস্থাপিত এবং চতুর্দিকে পরিখাবেষ্টিত । আমরা কবির লেখনী-মুখে বর্ণিত লঙ্কার বর্ণনা সংক্ষেপে এইস্থানে উদ্ধত कब्रिगांभ । লঙ্কার চারিদিকে চারিটি দৃঢ় কপাটবদ্ধ বৃহৎ দ্বার। দ্বার সকলের মধ্যদিকে বাণ, শিলা ও শত শত লৌহময় শতন্ত্রী স্থাপিত রহিয়াছে। পুরীর চারিদিকে দুলঙ্ঘ্যি স্বর্ণ প্রাচীর, প্রাচীরের পর ভয়ানক কুম্ভীরসমাকুল ও অগাধ বারিরাশিপরিপূর্ণ পরিখা। পরিখার উপর চারিদ্বারে চারিটি স্বশস্ত কৃত্রিম সেতু, এই কৃত্রিম ষোতু প্রাকারোপরি যন্ত্রদ্বারা রক্ষিত, শত্রুসৈন্য কোন প্রকারে সেতুতে উঠিলে তাহাদিগকে যন্ত্র সাহায্যে সেই নক্রকুতীরসস্কুলঃ পরিখাজলে নিমজ্জিত করা হয়। লঙ্কার নদীদুৰ্গ, পৰ্বতদুর্গ, বনহুর্গ ও কৃত্রিম দুর্গ এই চারি প্রকারের দুর্গ আছে। ( লঙ্কা-৩) নগরীর রাজপথসমূহ অতি বিস্তৃত ও প্রাসাদমালাগুশোভিত। সেই প্রাসাদাবলী সুবর্ণনির্ম্মিত স্তম্ভ ও গবাক্ষ সকলে শোভিত। স্থানে স্থানে স্ফটিকাদি রত্নসমূহে খচিত সপ্তভৌম ও অষ্টভৌম গৃহ বিরাজিত। (সু-২ ) নগর বেদীকাসমূহে শোভিত। বেদিকাসমূহ স্বফটিক, মণিমুক্তা, বৈদূর্য্যমণি প্রভৃতি বিবিধ রয়ে জড়িত। বেদীর উপর কোথাও বৃক্ষশ্রেণী, কোথাও ধাতুনির্ম্মিত মূর্ত্তি শোভিত ছিল প্রাচীরের কুটিমসমূহ মণিময় উপরিভাগ রৌপ্যের ন্যায় পাণ্ডুর বর্ণ। সোপানীশ্রেণী বৈদুর্য্যমণিনির্ম্মিত। স্থানে স্থানে গোষ্ঠ ও যন্ত্রালয়সমূহ স্থাপিত। (স্ন-৩) সেই অনার্য্য