পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষষ্ঠ খণ্ড) - সুলভ বিশ্বভারতী.pdf/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WDV8 রবীন্দ্র-রচনাবলী আমার হাত থেকে ছিড়ে কেড়ে নিয়ে যেতে তা হলেও আমার এত বেদনা হত না। কিন্তু দেখছি হাজার বছরের নিষ্ঠুর বাহু অতটুকু শিশুর মনকেও পাথরের মুঠোয় চেপে ধরেছে, একেবারে পাঁচ আঙুলের দাগ বসিয়ে দিয়েছে রে । কখন সময় পেল সে ? সে কি গর্ভের মধ্যেও কাজ করে। পঞ্চক । সুভদ্র, আয় ভাই, প্ৰায়শ্চিত্ত করতে যাই- আমিও যাব তোর সঙ্গে । আচার্য। বৎস, আমিও যাব। সুভদ্র । না না, আমাকে যে একলা থাকতে হবে- লোক থাকলে যে পাপ হবে । মহাপঞ্চক। ধন্য শিশু, তুমি তোমার ঐ প্রাচীন আচার্যকে আজ শিক্ষা দিলে। এসো তুমি আমার ज6छ । আচাৰ্য । না, আমি যতক্ষণ তোমাদের আচাৰ্য আছি ততক্ষণ আমার আদেশ ব্যতীত কোনো ব্ৰত আরম্ভ বা শেষ হতেই পারে না। আমি নিষেধ করছি। সুভদ্ৰ, আচার্যের কথা অমান্য কোরো নাএসো পঞ্চক, ওকে কোলে করে নিয়ে এসো। [ সুভদ্রকে লইয়া পঞ্চকের ও আচার্যের এবং উপাধ্যায়ের প্রস্থান মহাপঞ্চক । ধিক। তোমাদের মতো ভীরুদের দুৰ্গতি হতে রক্ষা করে এমন সাধ্য কারও নেই। তোমরা নিজেও মরবো, অন্য সকলকেও মারবে । তোমাদের উপাধ্যায়টিও তেমনি হয়েছেন- তারও আর দেখা নেই । পদাতিকের প্রবেশ পদাতিক । রাজা আসছে । মহাপঞ্চক । ব্যাপারখানা কী ! এ যে আমাদের রাজা মন্থরগুপ্ত । রাজার প্রবেশ রাজা । নরদেবগণ, তোমাদের সকলকে নমস্কার । সকলে । জয়োস্তু রাজন। মহাপঞ্চক । কুশল তো ? রাজা । অত্যন্ত মন্দ সংবাদ । প্রত্যন্তদেশের দূতেরা এসে খবর দিল যে দাদাঠাকুরের দল এসে আমাদের রাজ্যসীমার প্রাচীর ভাঙতে আরম্ভ করেছে। মহাপঞ্চক । দাদাঠাকুরের দল কারা ? রাজা । ঐ-যে শোণিপাংশুরা । মহাপঞ্চক । শোণপাংশুরা যদি আমাদের প্রাচীর ভাঙে তা হলে যে সমস্ত লণ্ডভণ্ড করে দেবে। রাজা । সেইজন্যেই তো ছুটে এলুম। তোমাদের কাছে আমার প্রশ্ন এই যে, আমাদের প্রাচীর ऊ8ढ् का ? মহাপঞ্চক । শিখাসচ্ছন্দ মহাভৈরব তো আমাদের প্রাচীর রক্ষা করছেন । রাজা । তিনি অনাচারী শোণিপাংশুদের কাছে আপনি শিখা নত করলেন ! নিশ্চয়ই তোমাদের মন্ত্ৰ-উচ্চারণ অশুদ্ধ হচ্ছে, তোমাদের ক্রিয়াপদ্ধতিতে স্বলন হচ্ছে, নইলে এ যে স্বপ্নের অতীত । মহাপঞ্চক । আপনি সত্যই অনুমান করেছেন মহারাজ । সঞ্জীব । একজটা দেবীর শাপ তো আর ব্যর্থ হতে পারে না । রাজা । একজটা দেবীর শাপ ! সর্বনাশ ! কেন তার শাপ । মহাপঞ্চক । যে উত্তর দিকে তার অধিষ্ঠান। এখানে একদিন সেই দিককার জানলা খোলা হয়েছে । রাজা । (বসিয়া পড়িয়া) তবে তো আর আশা নেই। মহাপঞ্চক । আচাৰ্য অদীনপুণ্য এ-পাপের প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না তৃণাঞ্জন । তিনি জোর করে আমাদের ঠেকিয়ে রেখেছেন ।