পাতা:রবীন্দ্র-রচনাবলী (প্রথম খণ্ড) - সুলভ বিশ্বভারতী.pdf/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন @心》 গোবিন্দমাণিক্য । দেবতার কাছে ! তবে আর নক্ষত্রের yr নাই দোষ । জানিয়াছি, দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ । ভয় নাই, যাও তুমি কাজে ! সাবধানে রব আমি । [চাদপালের প্রস্থান রক্ত নহে, ফুল আনিয়াছি মহাদেবী ! ভক্তি শুধু- হিংসা নহে, বিভীষিকা নহে। এ জগতে দুর্বলেরা বড়ো অসহায় মা জননী, বাহুবল বড়োই নিষ্ঠুর, স্বাৰ্থ বড়ো ক্রুর, লোভ বড়ো নিদারুণ, অজ্ঞান একান্ত অন্ধ- গর্ব চলে যায় । অকাতরে ক্ষুদ্রোরে দলিয়া পদতলে । হেথা স্নেহ-প্ৰেম অতি ক্ষীণ বৃন্তে থাকে, পলকে খসিয়া পড়ে স্বার্থের পরশে । মেলিলে রসনা, তবে সব অন্ধকার ! ভাই তাই ভাই নহে। আর, পতি-প্ৰতি সতী বাম, বন্ধু শত্ৰু, শোণিতে পঙ্কিল মানবের বাসগৃহ, হিংসা পুণ্য, দয়া নির্বাসিত । আর নহে, আর নহে, ছাড়ো ছদ্মবেশ । এখনো কি হয় নি। সময় ? এখনো কি রহিবে প্ৰলয়রূপি তব ? এই-যে উঠিছে। খড়গ চারি দিক হতে মোর শির লক্ষ্য করি, মাতঃ, একি তেরি চারি ভুজ হতে ? তাই হবে !! তবে তাই হােক । বুঝি মোর রক্তপাতে হিংসােনল নিবে যাবে । ধরণীর সহিবে না। এত হিংসা। রাজহত্যা ! ভাই দিয়ে ভ্রাতৃহত্যা ! সমস্ত প্ৰজার বুকে লাগিবে বেদনা, সমস্ত ভায়ের প্রাণ উঠিবে কাদিয়া । মোর রক্তে হিংসার ঘুচিবে মাতৃবেশ, প্ৰকাশিবে রাক্ষসী-আকার । এই যদি দয়ার বিধান তোর, তবে তাই হোক । জয়সিংহের প্রবেশ জয়সিংহ। বল চণ্ডী, সত্যই কি রাজরক্ত চাই ? এই বেলা বল,বল নিজ মুখে, বল । মানবভাষায়, বলশীব্ৰ- সত্যই কি রাজরক্ত চাই ? নেপথ্যে । bf