পাতা:শুভদা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS দশম পরিচ্ছেদ কথা শুনিয়া মালতীর ভিতর পর্য্যন্ত কঁাদিয়া উঠিল, কিন্তু তাহা চাপিল। ধীরে ধীরে বলিল, আমি তোমার নিকট চিরদিন থাকব । ঈশ্বর করুন। তাই হোক। তুমি চিরদিন থাকবে, কিন্তু আমি পারব কি ? তুমি সংসার দেখা নাই। কিন্তু আমি দেখেছি। আমি জানি আমাকে বিশ্বাস নাই। যে প্রেমে তুমি চির জীবনটা স্বচ্ছন্দে কাটিয়ে BBBBDS DD DBB SBD SDD DB DBDED D BuB BBDD DDD S মালতী ! সময় থাকতে আমাকে বেঁধে ফেল । মালতী ভাল করিয়া সমস্ত শুনিল, অনেক দিনের পর আর একবার স্থির হইয়া ভাবিয়া লইল-তাহার পর আকম্পিত কণ্ঠে কহিল, বেঁধেছি, পার এ ছিন্ন ক’রে । এর উপর আর বন্ধনের প্রয়োজন নাই । cङांभांश माझे क्रिङ्, ञ्iभांद्र ठ्छ । থাকুক। কিন্তু বিবাহ হ’তে পারে না। কেন, বিধবাকে বিবাহ কি করতে নাই ? বিধবাকে বিবাহ করতে আছে, কিন্তু বেশ্যাকে নাই । সুরেন্দ্রনাথের সহসা সমস্ত শরীর শিহরিয়া উঠিল-তুমি কি তাই ? নয়-কি ? নিজেই ভেবে দেখ দেখি ? ছি ছি!-ও-কথা মুখে এনে না-তোমাকে কত ভালবাসি । সেই জন্যই মুখে আনলাম ; না হ’লে হয়ত বিবাহ করতেও সম্মত ३'ऊiभ । भांब्नउँौ ! कि ? সব কথা খুলে বলবে ? বলব। তুমি ভিন্ন আমার দেহ পূর্বে কেউ কখন স্পর্শও করে নাই, কিন্তু একজনকে মনপ্ৰাণ সমস্তই মনে মনে দিয়েছিলাম ।