পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vis-a দিগকে নিঃশেষ করিবেন, এইরূপ তাহার ইচ্ছা ছিল। কিন্তু যুদ্ধে ক্লান্ত সৈণ্যগণ সমস্ত রাত্রি বিশ্রামের জন্য তঁাহাকে অনুনয় করিতে লাগিল। প্রজাগণের প্রতি মাতার ন্যায় স্নেহপরায়ণ দুৰ্গাবতী, সে অনুনয় উপেক্ষা করিতে পারিলেন। না। গড়ের সৈন্য সমস্ত রাত্রি বিশ্রামের আদেশ পাইল । আসিফ খাঁ তাহার বিচ্ছিন্ন ও বিশৃঙ্খল সৈন্যগণকে আবার শ্রেণীবদ্ধ করিবার শীঘ্র অবকাশ পাইলেন। গভীর রাত্রিতে আসিফ খাঁ ভীমবেগে, বিশ্রামসুখে নিমগ্ন দুৰ্গাবতীর সৈন্য আক্রমণ করিলেন। এবারও গড়ের সৈন্যের পরাক্রমে আসিফ খাঁ পরাভূত হইলেন। প্রাতঃকালে আসাফ খাঁর আরও নুতন সৈন্য ও কামান আসিয়া উপস্থিত হইল। নূতন শক্তিতে আসাফ খাঁ সেই কামান লইয়া আবার দুর্গাবতীকে আক্রমণ করিলেন। গড়ের সৈন্য একটা সঙ্কীর্ণগিরিপথের সম্মুখে ছিল ; সহসা তাহদের পশ্চাতে একটি শুক নদী পাৰ্বতীয় প্লাবনে পূর্ণ হইয়া উঠিল। গড়বাসীরা এই আক্রমণে গিরিপথের আশ্রয় লইতে পারিল না। * কামানের মুখে থাকিয়াই গড়বাসীদিগকে যুদ্ধ করিতে বাধ্য হইতে হইল। দুৰ্গাবতী দেখিলেন, এ অবস্থায় জয় বা BDBD BB BBBS DBBD DBiBD DDSS SDDDS DDB iBqDD রা, পশ্চাৎপদ হইলেন না । মোগলের কামানের মুখে যে সৈন্য বঁাচিল, তাই লইয়াই তিনি রণচণ্ডিকার ন্যায়৷ ভীম পরাক্রমে Erasi,3sfârVs Mrfôrraro