পাতা:শেষের পরিচয় - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় >ぬ o r" BDBDBY 0DDBSBBBDBLD KB BDDYSSBB00ODDDS DDEDBSJDJSDDD S KJ নেই, সে বিষ খেয়ে মরেছে । নিজের নয়,-তোমার পাপের প্রায়শ্চি স্তু করতে । এ-সারদা অন্য জন । তার পুনর্জন্মে। তার পূরে আর কারু দাবী নেই । euBDD BDD BY DDDD BBBDBDD DDD সারদা বলিতে লাগিল, আপনার কি মনে নেই দেবতা, হাসপাতালে ধিরাক্ত হয়ে আপনি বার বার জিজ্ঞাসা করেছেন, তুমি কোথায় যেতে চাও, উত্তরে আমি বারবার কেঁদে বলেছি আমার যাবার যায়গা কোথাও নেই। শুধু একটা স্থান ছিল—সেখানেই চলেছিলুম-কিন্তু মাঝপথে সেই পথটাই দিলেন। আপনি বন্ধ কোরে । কিছুক্ষণ উভয়ের নিঃশব্দে কাটিল । রাখাল বলিল, জীবনবাবুকে চোখে, দেখিনি শুধু বাড়ীর লোকের মুখে তার নাম শুনেছি। ! তিনি কি তোমাক স্বামী নয়? সবই মিথ্যে ? --ই। সবই মিথ্যে । তিনি আমার স্বামী নয় । —তবে কি তুমি বিধবা ? -ষ্টা আমি বিধবা । - আধার কিছুকাল নীরবে কাটিল । সারদা জিজ্ঞাসা করি কাহিনী শুনে কি আমার ওপর আপনার ঘূণা জন্মালো ? রাখাল কহিল, না। সারদা আমি অতো অবুঝ নই। তোমার ক্ষে: ঢ়ের বেশি অপরাধ করেছিলেন নতুন-মা, আমি তাঁকে ও ঘূণা করিনি । কিন্তু বলিয়া ফেলিয়াই সে অত্যন্ত লজ্জার সঙ্গে চুপ করিল। তখনি বুঝিল এ অনধিকার চর্চা, এ তাহার আপনি অপমান । এ কি বিশ্ৰী কটু কথা: মু’, দিয়া তাহার হঠাৎ বাহির হইয়া গেল। সারদা বলিল, নতুন-মা আপনাকে মায়ের মতো মানুষ করেছিলেন ল, আমার