RR সাময়িকপত্র-সম্পাদনে বঙ্গনারী আগন্তুক। পরিমল মিত্রের পরিচালনায় এই মাসিকপত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৪o সালের শ্রাবণ মাসে । এডুকেশন গেজেট। ১৩৪১ সালের বৈশাখ মাসে অনারাপা দেবী (কুমারদেব মখোপাধ্যায়ের সহযোগে) এই সাপ্তাহিক বাতােবহের সম্পাদনভার গ্রহণ করেন (৭) রূপেশী। এই নামের একখানি মাসিক পত্রিকা ১৩৪১ বঙ্গাব্দের কাতিক মাসে প্রকাশিত হয়। শ্ৰীমতী বেলা দেবী (ঘোষ) দই বৎসর সম্ঠভাবে পত্রিকাখানি সম্পাদনা করিয়াছিলেন। DBDDBBDBD D DDDD BB DBB BBD DDDBB BBDB সেনগতের সম্পাদনায় ১৩৪৩ সালের শ্রাবণ মাসে প্রকাশিত হয়। গােহ-লক্ষী। ১৩৪৪ সালের আশির্বন মাসে এই মাসিক পত্রিকাখনি (শারদীয়া সংখ্যা) প্রথম প্রকাশিত হয়; সম্পাদিকা কনকপ্ৰভা দেব ‘নিবেদনে” লেখেন : “দেশের এই দন্দিনে নারীপ্রগতির গতি ও প্রকৃতিকে সনিয়ন্ত্ৰিত করিয়া তাহাদের চিন্তা ও কম্পমাকে সমাজের কল্যাণ ও মঙ্গলের পথে পরিচালিত করিবার প্রয়োজন অনভূত হইতেছে। এই উদ্দেশ্য সাধন করিতে সংবাদপত্রের সাহায্য নিতান্ত প্রয়োজন। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে, শ্ৰীহট্ট, তথা সমগ্র আসামে মাতৃজাতির উন্নতিবিধায়ক নারী পরিচালিত কোন সংবাদপত্র নাই। সেই অভাব যথাসাধ্য দীর করিয়া বাংলা ও আসামের নারীজাতিকে জগৎবরেণ্য করিয়া তুলিবার জন্য আমরা ক্ষদ্র শক্তি হবারা এই “গহ-লক্ষী’ নামক মাসিক পত্রিকার পরিচালনায় হস্তক্ষেপ করিলাম। জানি এ দায়িত্বভার গ্রহণ করিতে আমি সম্পপণ্য অক্ষম,- জানি আমাদের এই দরিদ্র পীড়িত দেশে সংবাদপত্র পরিচালনা করিতে যাওয়া বিড়ম্ববনা মাত্র। এ পথ কণ্টকাকীর্ণ-পদে পদে লাঞ্ছনা। ইহার পরস্পকার। তবও ইহা মাথা পাতিয়া লইয়াছি। ভরসা-মা, ভগিনী ও সর্বদেশবাসিগণের সাহায্য ও সহানভূতি আমার এ ক্ষদ্র প্রচেস্টাকে সাফল্যমন্ডিত করিয়া তুলিবে। আমার এ অযোগ্যতার ভিতর দিয়াও যদি নারীজাতির কথঞ্চিৎ উন্নতি সাধিত হয় তবে জীবন সাথািক মনে করিব।” ১৩৪৪ বঙ্গাব্দের শারদীয়া সংখ্যা প্রকাশের প্রায় এক বৎসর পরে ‘ভাদু ১৩৪৫’ সংখ্যা প্রকাশিত হয়; এই সংখ্যাটিকে ‘প্রথম বৰ্ষ, প্রথম সংখ্যা” ৭ দ্র, “শনিবারের চিঠি, বৈশাখ ১৩৪১ ৷৷
পাতা:সাময়িকপত্র-সম্পাদনে বঙ্গনারী.pdf/৩০
অবয়ব