পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খানা গাড়ী পােড়ালে, অন্যায়ের পুতিকার হবে না, স্বাধীনতা । আসবে না। শান্ত হয়ে সকলে বাড়ী ফিরে যান, কিম্বা পতিবাদ সভায় যোগ দিন। সঙঘবদ্ধ আন্দোলনে দাবী আদায় করুন । ऊ शख् बटनश्लि, ¢उlहक बनिनि फिल पूछिग गा गना ? vrf CS1 DBDBBBD DBD DBDB BBLBuB BD DDDD S LLLLLLD SS KD শুকিয়ে গেছে তাদের 'ইনকুব, জয় হিন্দ, বন্দেমাতরম’ (চচিয়ে চেচিয়ে। বড়দের সঙ্গে পাল্লা দিয়ে তারা চেচিয়েছে, তারা তো তুচ্ছ নয়। খিদেয় অবসানু হয়ে এসেছে শরীর। তৰু গলির ভেতরে ঢুকে যে বার বাড়ী চলে যাবে সে ক্ষমতা বেন। পাচ্ছে না। তারা । তাদের শিশু-মনের স্বপু, আর রূপকথা যেন বাস্তব হয়ে দেখা দিয়েছে আজ তাদের সামনে সহরের রাজপথে, অফুরন্ত সুযোগ জুটেছে রাজপুত্রের মত বীরত্ব দেখাবার। এ মোড়ের অলপ দূরে একটা লরা পুড়ছিল। তাই দেখার জন্য তারা দাঁড়িয়ে থাকে। সৈন্য-বােঝাই একটি লৱী আসছে দেখা যায়, শব্দও পৌছায় এখানে। জয়ন্ত বলে দৃঢ়স্বরে, সৈন্যবাহিনীর কম্যাণ্ডারের মত, এই শেষবার। এদের শুনিয়ে দিয়ে আমরা বাড়ী ফিরব । আমি যা বলব, তোমরা ঠিক তাই বলবে। দু-তিন - এগিয়ে দাঁড়াই চলে। রেডি। ইনকুবে জিন্দাবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম। ইনকুৰি--- fக்க :: R