পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি S • তাহারা ধরা পড়িয়া, খাচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুৱীতে আসিল । 剥 চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভূতুমের মা আসিয়া দেখেন, ভূতুম নাই ! ঘুটে ছাড়াইয়া বুদ্ধর মা আসিয়া দেখেন, বুদ্ধ, নাই ! ভূতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন ; বুদ্ধর মা গোবরের ঝাঁকা ছুড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। ( 8 ) রাজপুরীতে আসিয়া ভূতুম, আর বুদ্ধ, অবাকৃ!—মস্ত-মস্ত দালান ; হাতী, ঘোড়া, সিপাই, লস্কর, কত কি ! দেখিয়া তাহারা ভাবিল,-“বা ! তবে আমরা বকুল গাছে থাকি কেন ? মায়েরাই বা কুঁড়োয় থাকে কেন ?” ভাবিয়া তাহারা বলিল,-“ও ভাই রাজপুত্র, আমাদিগে আনিয়াছ, তো, মাদিগেও আন ।” রাজপুত্রেরা দেখিলেন,-"বাঃ! ইহারা তো মানুষের মত কথা কয় ! তখন বলিলেন,-“বেশ বেশ তোদের মায়েরা কোথায়, বল ; আনিয়া চিড়িয়াখানায় রাখিব।” ভূতুম বলিল,—“চিড়িয়াখানার বঁাদী আমার মা।” । e. বুদ্ধ বলিল,-“ঘুটেকুড়ানী দাসী আমার মা ।” শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন “মানুষের পেটে আবার পেঁচা হয়!” “মানুষের পেটে আবার বানৱ হয় ?” we