পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( S) টেলিমেকিস। দেখিতে পায় না ; সতত পামীরগণে বেষ্টিত থাকে ; সেই দুরাচারেরা তাহাকে কোন বিষয়ের যথার্থ্য অবগত হইতে দেয় না ; সকলেই মনে করে তাহাকে প্রতারণা করাই ইষ্টসাধনের উপায় ; তাহার রাজকাৰ্য্যে বাহ্য অনুরাগ ও ব্যগ্রতাদর্শাইয়া। আপনি আপন অভিসন্ধি গোপন করিয়া রাখে, এবং রাজার প্রতি সাতিশয় অনুরাগ প্রদর্শন করে ; কিন্তু তাহাদের সেই অনুরাগ রাজার উপর নহে, তৎপ্ৰসাদে অর্থলাভ ও অপরাপর অভীষ্টসাধনই তাহার একমাত্র উদ্দেশ্য। DDDBBSYDD OBD DBDDB BB sLB BD SBSDDYD অনুগ্রহালাভাকাঙ্ক্ষায় মুখে তোষামোদ করে, কিন্তু কাৰ্য্য দ্বারা কেবল অনিষ্ট সম্পাদনা করিয়া থাকে। এই অবধি সিসঞ্ছিস আমাকে অত্যন্ত স্নেহ করিতে লাগিলেন। পিতার প্রত্যাগমনের সম্ভাবনা নাই ভাবিয়া কতকগুলা পামর আমার জননীর পাণিগ্ৰহণাকাঙ্ক্ষায় ইথাকা নগরীতে অবস্থান করিতেছিল ; তঁাহাকে ঐ সমস্ত দুরাচারদিগের হস্ত হইতে উদ্ধার করিতে পারে। এৰূপ সাংষাত্রিক সৈন্য সমভিব্যাহারে দিয়া আমাকে সিসষ্টিস ইথাকায় প্রেরণ করিবার নিশ্চয় করিলেন। তদনুসারে যথোচিত উদেযাগ হইতে লাগিল। অল্প দিনের মধ্যেই সমুদায় প্রস্তুত হইয়া উঠিল, কেবল আমরা পোতে আরোহণ করিলেই হয়। এই সময়ে আমি, বিস্মিত হইয়া এই চিন্তা করিতে লাগিলাম, মনুষ্যের অদৃষ্টের কথা কিছু বলা যায় না। যাহারা এক্ষণে । অশেষ ক্লেশে কাল যাপন করিতেছে, তাহারাই পরীক্ষণে পরম : সুখী হইতে পারে। অদৃষ্ট্রের এইৰূপ অস্থৈৰ্য দর্শনে আমার ' মনে আশ্বাস জন্মিল যে, পিতা যত ক্লেশ সহ্য করুন না কেন,