পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-চ্যাং ব্যাং- , 经 S চিচি পোকা, ঝি বি* পোকা, রামফড়িঙ্গের ছা, কচ্ছপ, কেন্নো হাজার পা, কেঁচো, বিছে, গুবরে আরসুলা, ব্যাং, কঁকড়া,--মাকড়া-এই--এই—ঠ্যাং ! শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া। পড় স্নাদের পড়ায় পণ্ডিতের সাড়ায়, শচীর বনে দিন-রাত হাট্টগোল । দেখিয়া শুনিয়া এক কুমীর ভাবিল,-“তই তো ! সকলের ছেলেই লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে ?” কুমীর, শিয়াল পণ্ডিতের পাঠশালায় সাত ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল । ছেলেরা আঞ্জি ক খ পড়ে। শিয়াল বলিল,-“কুমীর মশাই, দেখেন কি,-সাতদিন যাইতে-না-যাইতে আপনার এক এক ছেলে বিদ্যাগজগিজ ধনুৰ্দ্ধর হইয়া উঠিবে।” মহা খুন্সী হুইয়া কুমীর বাড়ী আসিল। পণ্ডিত মহাশয় পড়ান, রোজ একটি করিয়া কুমীরের ছানা দিয়া জল খান । এই রকম করিয়া ছয় দিন গেল । ܬܐܓܘ কুমীর ভাবিতেছে,-“কালতো আমার ছেলেরা বিদ্যাগজগিজ, ধনুৰ্দ্ধর হইয়া আসিবে, আজ একবার দেখিয়া আসি।” ভাবিয়া কুমীরাণীকে বলিল,—“ওগো, ইলিস-খলিশের চচ্চড়ি, রুইকাতলার গড়গড়ি, চিতল-বোয়ালের মড়মড়ি, সব তৈয়ার SŠ ※ SS8