পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VP2 টেলিমেকিস। সাগরপথে নক্ষত্ৰাদির গতি নিৰূপণ দ্বারা দিক নির্ণয় করিয়া আপনাদিগের পথ নিৰূপণ করে এবং দুস্তর সাগর ব্যবধান বশতঃ যে সমস্ত জাতির পরস্পর সমাগম ও সন্দর্শন ছিল না, ইহারাই নাবিকবিদ্যার স্বষ্টি ও সঞ্চার করিয়া তাহাদিগকে একত্র মিলিত করিয়াছে। ইহারা স্বভাবতঃ অতিশয় সহিষ্ণু, পরিশ্রমী, শিল্পানিপুণ, এবং সংযম ও মিতব্যয়িত বিষয়ে বিশেষ বিখ্যাত। ইহার একমত হইয়া সকল কাৰ্য্য করিয়া থাকে এবং বৈদেশিকদিগের প্রতি যৎপরোনাস্তি স্নেহ, বাক্যনিষ্ঠা ও অমায়িকতা প্ৰদৰ্শন করে। এখানে রাজনিয়ম সর্বাংশে প্রতিপালিত হয়, दकांका उंब्रऊिंबऊ इव्र नl । এই সমস্ত উপায়ে ইহারা সমুদ্রের উপর আধিপত্য ংস্থাপন করিয়াছে ও ইহাদিগের বাণিজ্যের এৰুপ শ্ৰীবৃদ্ধি হুইয়াছে ; এতভিন্ন আর কোন উপায় অনুসন্ধান করিবার আবশ্যকতা নাই। কিন্তু, এক্ষণে যদি ইহাদিগের মধ্যে পরস্পর বিদ্বেষ ও বিপক্ষতাচরণ উপস্থিত হয়, কিংবা ইহারা অলস ও সুখাসক্ত হইয়া উঠে ; ধন্যবান ব্যক্তিরা শ্রম ও মিতব্যয়িতা পরিত্যাগ করে ; শিল্পকৰ্ম্ম অতঃপর আর আদৃত না হয়; যদি কোন প্রকারে দেশান্তরগত লোকদিগের মনে বিশ্বাসের ব্যতিক্রম ঘটিয়া উঠে ও বাণিজ্যবিষয়ক নিয়ম ভঙ্গ হয় ; পণ্য দ্রব্য প্ৰস্তুত করণে অমনোযোগ হইতে থাকে এবং ব্যয়বাহুল্যািভয়ে উৎকৃষ্ট বস্তু সমস্ত প্ৰস্তুত না হয় ; তাহা হইলে, যাহা দেখিয়া তুমি এত প্রশৎসা করিতেছি, সে সমুদায় এক কালে বিলুপ্ত হইয়া যাইবে ।