পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ। SS4 কত বিপদ ঘটিয়াছে, বলিতে পারি না ; তোমা ব্যতিরেকে আমি পরিত্রাণের কি উপায় করিতে পারি ? মেন্টর আমার বাক্যে মনোযোগ না দিয়া মেঘগম্ভীর স্বরে কহিতে লাগিলেন, টেলিমেকিস । আর এক মুহূৰ্ত্তও বিলম্ব করিও না, অবিলম্বে এই স্থান হইতে পলায়ন কর । এখানকার ফল বিষময়, বায়ু মারাত্মক, নিবাসীরা মূৰ্ত্তিমান মারীভয়, কেবল সাংঘাতিক বিষ সঞ্চারণের অভিপ্ৰায়েই আলাপ করে । এখানে জঘন্য ইন্দ্ৰিয়সেবাভিলাষ, জীবগণের হৃদয়ক্ষেত্র দুষিত করিয়া, তথা হইতে ধৰ্ম্মকে এক বারে উন্মুলিত করে । অতএব পলায়ন কর, কেন বিলম্ব করিতেছি ; এক বারও পশ্চাতে দৃষ্টিপাত করিও না এবং এক মুহূৰ্ত্তের নিমিত্তও যেন এই জঘন্য স্থান তোমার মনে উদিত না হয় । মেণ্টরের বাক্য সমাপ্ত না হইতেই আমি দেখিতে লাগিলাম যেন প্রগাঢ় অন্ধকার আমার সম্মুখদেশ হইতে অন্তৰ্হিত হইল এবং নয়নযুগল সহসা আবিভূতি অন্তত জ্যোতিঃপ্রভাবে পুনরায় প্রদ্যোতিত হইয়া উঠিল। আমার অন্তঃকরণ শান্তিরসসহকৃত অনির্বাচনীয় আনন্দরসে উচ্ছলিত হইয়া উঠিল । সেই বিশুদ্ধ আনন্দের সহিত বিষয়বাসনাজনিত জঘন্য আনন্দের কোন প্রকারেই তুলনা হইতে পারে না । এক অভূতপূৰ্ব্ব নিৰ্ম্মল জ্ঞানানন্দ ক্ৰমে ক্ৰমে আমার হৃদয়কদের পরিপূর্ণ করিল, পরিশেষে উচ্ছলিত হইয়া বাষ্পবারিচ্ছলে নয়নদ্বারা দিয়া বিনিগত হইতে লাগিল । অনন্তর আমি কহিতে লাগিলাম, ধৰ্ম্ম প্ৰসন্ন হইয়া যাহাদিগকে স্বীয় সৌন্দৰ্য্যময়ী মূৰ্ত্তি প্ৰদৰ্শন করেন, তাহারা কি সুখী! তঁাহার তাদৃশ মূৰ্ত্তি সাক্ষাৎকার