পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Str মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রঙ, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস । শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জন্বলবে না কোথাও অ্যালো । বীণাহীন সভায় যন্ত্রীর আঙলি নাচবে, दाख्कहद न्मा नृश्द्र । সেদিন কবিত্বহীন বিধাতা এক রবেন বসে নীলিমাহীন অ্যাকাশে ব্যক্তিত্বহার অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে । তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই--- “তুমি সুন্দর”, “আমি ভালোবাসি।” । বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগযুগান্তর ধ’রে । প্ৰলয় সন্ধ্যায়। জপ করবেন।-- “কথা কও, কথা কও”, বলবেন “বলো, তুমি সুন্দর”, বলবেন “বলো, আমি ভালোবাসি।” ?

  • iछिन्टिगङन्।

R0 CNN, S) & \b&9